• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সান্দাকফু যাওয়ার পথে প্রাণ হারালেন পর্যটক, পাহাড়ে যাওয়ায় কড়াকড়ির ভাবনা প্রশাসনের

প্রসঙ্গত, এই বছরেরই মে মাসে ২৯ বছর বয়সী উত্তর দিনাজপুরের বাসিন্দা এক পর্যটক একই ভাবে প্রাণ হারান। একই বছরে পর পর ২টো এহেন ঘটনায় প্রশাসন অস্বস্তির মুখে।

সান্দাকফু পর্বতশৃঙ্গ। ছবি: ইন্টারনেট।

ট্রেকিংয়ে গিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় মৃত বাঙালি পর্যটক। সান্দাকফুতে ট্রেকিং করতে যাচ্ছিলেন তিনি। এই ঘটনায় বিচলিত প্রশাসন। পাহাড়ে যাওয়া নিয়ে বাড়তে পারে কড়াকড়ি, এমনই ইঙ্গিত।

পুলিশি সূত্র মোতাবেক জানা গিয়েছে, মৃত আশিস ভট্টাচার্য (৫৮) কলকাতার ভবানীপুর অঞ্চলের বাসিন্দা। সপরিবারে সান্দাকফুতে ট্রেক করতে যাচ্ছিলেন তাঁরা। গত মঙ্গলবার, অর্থাৎ ১৯ নভেম্বর সেই উদ্দেশ্যেই দার্জিলিং থেকে রওনা হন তাঁরা। মাঝপথে ধোত্রেতে রাতে থাকবার সিদ্ধান্ত নেন আশিসরা। এমন সময়ে হঠাৎই তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে নিয়ে সঙ্গে সঙ্গে সুখিয়াপোখরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরে তাঁর মৃতদেহ দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের পরে বুধবার তাঁর মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার প্রশাসনের সাহায্যে তাঁর মৃতদেহ কলকাতায় অন্তিম সংস্কারের জন্য নিয়ে আসা হয়।

এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পাহাড়ি উচ্চতার কারণে শ্বাসকষ্ট বা মৃত্যু অস্বাভাবিক ঘটনা না হলেও সান্দাকফুতে মৃত্যুর ঘটনা তেমন স্বাভাবিক না বলেই মনে করছেন অভিজ্ঞ পর্বতারোহীরা। তাঁদের ধারণা, রক্তচাপজনিত কারণ এবং উচ্চতা, এই দুইয়ের জেরেই প্রাণ হারান আশিস।

প্রশাসন এই নিয়ে বিশেষভাবে উদ্যোগী হওয়ার কথা ভাবছে। প্রসঙ্গত, এই বছরেরই মে মাসে ২৯ বছর বয়সী উত্তর দিনাজপুরের বাসিন্দা এক পর্যটক একই ভাবে প্রাণ হারান। একই বছরে পর পর ২টো এহেন ঘটনায় প্রশাসন অস্বস্তির মুখে। পাহাড়ে পর্যটকদের জন্য নিয়মের কড়াকড়ি হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। শারীরিক পরীক্ষার ব্যবস্থাও শুরু হতে পারে। এই প্রসঙ্গে দার্জিলিং সদর মহকুমার এসডিও রিচার্ড লেপচা জানান, ‘সান্দাকফু বেড়াতে গিয়ে কলকাতার এক পর্যটকের মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফে জিটিএ-র সঙ্গে আলোচনা করে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য স্বাস্থ্য সম্পর্কিত একটি নির্দেশিকা জারি করা হবে। যা আগামী সপ্তাহ থেকে কার্যকর করা হবে।’