• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

অবশেষে সবুজ সঙ্কেত, বড়পর্দায় আসতে চলেছে মমতার ‘সুকন্যা’

সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল গত আগস্ট মাসের ৩০ তারিখ। কিন্তু আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে পিছিয়ে দেওয়া হয় সিনেমাটির মুক্তি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ছবি: ইন্টারনেট।

অবশেষে মিলল সবুজ সঙ্কেত। শুক্রবার মুক্তি পেতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ড্রিম প্রজেক্ট’ সিনেমা ‘সুকন্যা’। আরজি কর কাণ্ড পরবর্তী উত্তাল অবস্থার জেরে সিনেমাটির মুক্তি স্থগিত ছিল। অবশেষে তা বড়পর্দার মুখ দেখতে চলেছে। মুখ্যমন্ত্রীর জীবনকাহিনি তুলে ধরা হয়েছে এই ছবিতে। একই সঙ্গে দেখানো হয়েছে ‘কন্যাশ্রী’ প্রকল্পের সুবিধাপ্রাপ্ত এক সাধারণ মেয়ের সমস্ত বাধাবিপত্তি, প্রতিকূলতা জয় করে ঘুরে দাঁড়ানোর গল্প।

উজ্জ্বল মিত্রের পরিচালনা এবং সমীর মণ্ডলের প্রযোজনায় নির্মিত এই ছবিটিতে অভিনয় করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, দেবশঙ্কর নাগের মতো খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রীরা। অভিনয় করেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ এবং এক মন্ত্রীও। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে কনীনিকাকে। তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন অভিনয় করবেন রাজ্য পুলিশের ডিজির চরিত্রে। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পরে ওখানকারই প্রাক্তন ছাত্র শান্তনু সেন সরব হয়েছিলেন কর্তৃপক্ষের বিরুদ্ধে। আরজি কর হাসপাতালে চলতে থাকা ‘দুর্নীতি’-র কথাও সর্বসমক্ষে তুলে ধরেন তিনি। ফলে তাঁকে সরতে হয় তৃণমূলের মুখপাত্রের পদ থেকে। এই সিনেমায় অভিনয় করছেন রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথও।

এই সিনেমায় দেখানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে প্রবল ঝড়ঝাপটা সহ্য করে রাজ্যের বিরোধী দলনেত্রী থেকে রাজ্যের সর্বেসর্বা মুখ্যমন্ত্রী হয়ে উঠলেন। পাশাপাশি, মেয়েকে নিয়ে একজন অসহায়, একা মা কীভাবে ঘরে-বাইরে লড়াই চালিয়ে গিয়েছেন। সেই মেয়েই ‘কন্যাশ্রী’র সুবিধা পেয়ে, সমস্ত বাধা পেরিয়ে হয়ে উঠছে একজন আইপিএস অফিসার। পরিচালক উজ্জ্বল মিত্রের কথায়, ‘নারীদের অধিকার এবং নারী ক্ষমতায়নের বিষয় তুলে ধরা হয়েছে ছবিতে।’

গত বছর, অর্থাৎ ২০২৩-এই সিনেমার শুটিংপর্ব সমাধা হয়েছিল। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল গত আগস্ট মাসের ৩০ তারিখ। কিন্তু আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে পিছিয়ে দেওয়া হয় সিনেমাটির মুক্তি। এই প্রসঙ্গে যদিও প্রযোজক সমীর মণ্ডল জানান, সিনেমাটির মুক্তি ‘বাণিজ্যিক’ কারণে পিছিয়ে দেওয়া হয়, ‘রাজনৈতিক’ কারণে নয়। তাঁর বক্তব্য, ‘বাণিজ্যিক কারণে সেই সময়ে ছবিমুক্তির ঝুঁকি নেওয়া সম্ভব ছিল না। কারণ, পরিস্থিতি অন্য রকম ছিল। … এখন পরিস্থিতি বদলেছে। মানুষও স্বাভাবিক জীবনযাপনে ফিরেছেন। তাই এই সময়েই ছবি মুক্তি পাচ্ছে।’ তিনি আরও জানান, রাজ্যের মোট ৩৫টি হলে মুক্তি পেতে চলেছে ‘সুকন্যা’।