সংসদের শীতকালীন অধিবেশনেই পেশ হবে ওয়াকফ সংশোধনী বিল। সম্প্রতি শীতকালীন অধিবেশনে যেসব বিলগুলি পেশ করা হবে তার সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকাতে রয়েছে ওয়াকফ বিল। বিলটি বর্তমানে সংসদের যৌথ কমিটির কাছে রয়েছে। শীতকালীন অধিবেশন শুরুর প্রথম সপ্তাহে ওয়াকফ সংশোধনী বিলের উপর রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে যৌথ কমিটির। যৌথ সংসদীয় কমিটির বৈঠকে প্রথম থেকে বিলটির বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের এই বিলের পাল্টা হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। ২৫ নভেম্বর থেকে শুরু হতে চলা বিধানসভার শীতলাকলীন অধিবেশনে রাজ্য সরকার ওয়াকফ সংক্রান্ত একটি বিল পেশ করবে এবং তা পাশ করানো হবে। বুধবার এই খবর প্রকাশ্যে আসার পরেই এই বিলে কী আছে তা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর।
ওয়াকফ বিল নিয়ে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিল নিয়ে দলের অবস্থান সংখ্যালঘুদের মধ্যে প্রচার করার কাজ করছে তৃণমূল কংগ্রেস। প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভায় দলের মুখ্য সচেতন নাদিমুল হক ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের আনা ওয়াকফ বিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু পরে জানা যায়, প্রস্তাব নয়, পাল্টা একটি বিল এনে কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই এই বিষয়ে বিধানসভার সচিবালয় ও রাজ্যের আইন ও পরিষদীয় দপ্তরের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আলোচনার বিষয়বস্তু মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে।
পাল্টা বিল আনার বিষয়ে সুবজ সংকেত দিয়েছে তৃণমলের পরিষদীয় দল। এই খবর জানাজানি হতেই কলকাতার কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর বিষয়টি দিল্লিকে জানায়। তারপর থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ওই বিল সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানতে চায়, পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হতে চলা বিলের চূড়ান্ত বয়ান কী? কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত আইনের সঙ্গে সংঘাতে গিয়ে কি সংখ্যালঘুদের জন্য কোনও বিশেষ ঘোষণা রাজ্যের প্রস্তাবিত বিলটিতে রয়েছে? মুখ্যমন্ত্রী মমতা সংখ্যালঘুদের জন্য কী কী ঘোষণা করবেন? মুখ্যমন্ত্রী কি ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চাইছেন? এই ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
জানা গিয়েছে, বিধানসভার কার্যবিবরণীর কমিটির আগামী বৈঠকেই বিলটি নিয়ে আলোচনা হবে। অধিবেশনের আগে কার্যবিবরণী কমিটির বৈঠকে বিলটি বিধানসভায় আনার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে রাজ্য সরকার। তারপরে বিলের খসড়া সব দলকে দেওয়া হবে। ওয়াকফ সংক্রান্ত এই বিলটি বিধানসভায় কোনও মুসলিম বিধায়ককে দিয়ে পেশ করানোর ভাবনা রয়েছে তৃণমলের পরিষদীয় দলের। বিজেপির পরিষদীয় দল আপাতত বিল সংক্রান্ত বিষয়ে নজর রাখছে। সূত্রের খবর, ওয়াকফ সংক্রান্ত বিলের আলোচনাতে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের হয়ে বক্তব্য তুলে ধরবেন বিজেপির বিধায়কেরা।
উল্লেখ্য, শীতকালীন অধিবেশনে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশ হলেও এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত কোনও বিল পেশ হবে না। জল্পনা ছিল, এবারের শীতকালীন অধিবেশনেই এই সংক্রান্ত বিলটি পেশ হবে। কিন্তু বিলের তালিকায় এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত বিলটি নেই। আশঙ্কা করা হচ্ছে, ওয়াকফ বিল নিয়ে উত্তাল হতে চলেছে সংসদ। তাই আর এই অধিবেশনে এক দেশ এক ভোট সংক্রান্ত বিল আনতে চাইছে না সরকার।