• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

দম্পতিকে মৃত দেখিয়ে সম্পত্তি হাতানোর অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

বর্ধমানের নাদনঘাটের জাহান্নগর পঞ্চায়েতের দ্বীপের মাঠ এলাকায় দম্পতিকে মৃত দেখিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে

দম্পতিকে মৃত দেখিয়ে সম্পত্তি হাতানোর অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্ধমানের নাদনঘাটের জাহান্নগর পঞ্চায়েতের দ্বীপের মাঠ এলাকায় দম্পতিকে মৃত দেখিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। সম্পত্তি ফিরে পেতে নাদনঘাট থানা ও কালনা মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন দম্পতি। মহকুমা শাসক শুভম আগরওয়াল বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বাস দেন।

জাহান্নগর পঞ্চায়েতের দ্বীপের মাঠ এলাকার বাসিন্দা হরিবালা দে ও তাঁর স্বামীর নামে এলাকায় ১০ শতক জমি রয়েছে। তাঁরা কর্মসূত্রে রাজস্থানে থাকেন। জাহান্নগরে তাঁর বাবা-মা থাকেন। দিন কুড়ি আগে তিনি ও তাঁর স্বামী জাহান্নগর আসেন। জমির খাজনা দিতে গিয়ে দেখেন, তাঁদের জমির রেকর্ড প্রতিবেশীর নামে হয়ে গিয়েছে। এও জানতে পারেন, রেকর্ড করার সময় তাঁদেরকে মৃত দেখিয়ে জমি রেকর্ড করা হয়েছে। এই বিষয়ে প্রতিবেশীর কাছে জানতে গেলে হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ।

এরপরই প্রতারণার শিকার ওই দম্পতি নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে কালনার মহকুমা শাসকের কাছেও অভিযোগ জানানো হয়। হরিবালা দে বলেন, আমাদের মৃত দেখিয়ে প্রতিবেশী জমি রেকর্ড করে নিয়েছে। কীভাবে করল বুঝতেই পারছি না। পুলিশ ও মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়ে বিস্তারিত জানিয়েছি। আমরা চাই, আমাদের সম্পত্তি ফের আমাদের নামে রের্কড করে দেওয়া হোক। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।