বার্ষিক ব্যবস্থায় ২০২৫ সালেই শেষ বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। মূল পরীক্ষার রুটিন আগেই দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষার সূচি। একই সঙ্গে বিশদ নিয়মবিধিও প্রকাশ করা হয়েছে। ডিসেম্বরের ২ থেকে ২০ তারিখ পর্যন্ত চলবে প্র্যাক্টিক্যাল পরীক্ষা। ৬ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা সংসদের পোর্টালে পরীক্ষায় প্রাপ্ত নম্বর আপলোড করতে হবে।
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আগামী ২৭ নভেম্বর থেকে প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য প্রশ্নপত্র এবং ফাঁকা উত্তরপত্র বিতরণ করা শুরু হবে। ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে তা বিতরণ করা হবে। সঙ্গীত, স্বাস্থ্য, শারীরশিক্ষা-সহ বাকি বিষয়গুলির পরীক্ষাও ওই নির্দিষ্ট দিনের মধ্যেই নিতে হবে। শারীরশিক্ষা জন্য নির্ধারিত প্র্যাক্টিক্যাল স্কোর শিট কয়েকদিনের মধ্যেই আপলোড করা হবে। কাউন্সিলের পোর্টাল থেকে তা ডাউনলোড করা যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কেবল বিভাগীয় শিক্ষকই সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা নিতে পারবেন। অনেক স্কুলেই বিভিন্ন বিষয়ের শিক্ষক নেই। সেক্ষেত্রে কী ব্যবস্থা নিতে হবে, তাও জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কোনও বিষয়ের শিক্ষক না থাকলে, অন্য স্কুল থেকে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে নিয়ে এসে পরীক্ষা নিতে হবে। এক্ষেত্রে রিজিওনাল অফিস বা পর্ষদের অনুমতি নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে।
অনেক পড়ুয়াই আছে, যাঁরা গত বছর প্র্যাক্টিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হলেও কোনও কারণে মূল পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। তাঁদেরকে আর নতুন করে প্র্যাক্টিক্যাল পরীক্ষা দিতে হবে না। উত্তরপত্র অবশ্যই সংশ্লিষ্ট পরীক্ষক এবং স্কুলের প্রধান শিক্ষকের সই থাকতে হবে। স্কুলের সুরক্ষিত লকারে এই উত্তরপত্র জমা রাখতে হবে। পরে ওই উত্তরপত্র উত্তরপত্র শিক্ষা সংসদের কাছে পাঠাতে হতে পারে।