প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মান ডমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার দিয়ে সম্মানিত করল ডমিনিকা। প্রেসিডেন্ট সিলভানি বার্টন প্রধানমন্ত্রীকে এই সম্মানে ভূষিত করেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে, মোদী ডমিনিকাকে অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ৭০ হাজার ডোজ সরবরাহ করেছিলেন। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের ডমিনিকা সরকার তাঁকে সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে।
করোনা মহামারীর সময়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতও প্রাণঘাতী ভাইরাসের সঙ্গে লড়াই করছিল। সেই সময়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক দেশকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। মহামারীর সাথে লড়াই করা অন্যান্য দেশে ভ্যাকসিন এবং ওষুধ সরবরাহ করেছিলেন। এই কাজের পরিপ্রেক্ষিতে, কমনওয়েলথ অফ ডমিনিকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সর্বোচ্চ জাতীয় সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ডমিনিকার সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, এই সম্মান শুধু আমার নয়, ভারতের ১৪০ কোটি মানুষের, তাঁদের মূল্যবোধ ও ঐতিহ্যের। আমরা দুটি গণতন্ত্র, আমরা উভয়ই সমগ্র বিশ্বের জন্য নারীর ক্ষমতায়নের রোল মডেল।
ডমিনিকা সরকার সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছে, ভারতের প্রধানমন্ত্রী মোদীকে গায়ানায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ভারত-ক্যারিকম সম্মেলনের সময় সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত করা হবে। প্রেস বিজ্ঞপ্তিতে, প্রধানমন্ত্রী মোদীকে একজন সত্যিকারের বন্ধু হিসাবে বর্ণনা করা হয়েছিল। বলা হয়েছিল, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন ভারত ডমিনিকাকে স্বাস্থ্য, শিক্ষা এবং আইটি ক্ষেত্রে অনেক সাহায্য করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারতও ডমিনিকাকে সাহায্য করছে।
এর আগেও অনেক দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে। মাত্র কয়েকদিন আগে নাইজেরিয়া তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় পুরস্কার ‘গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার’ দিয়ে সম্মানিত করেছে। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীকে এই সম্মান দিল নাইজেরিয়া। প্রধানমন্ত্রী তা দেশের জন্য উৎসর্গ করেছিলেন।
এর আগে জুলাই মাসে, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী মোদীকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান, ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল’ দিয়ে সম্মানিত করেছিলেন। প্রধানমন্ত্রী মোদীকে ভুটানের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘অর্ডার অফ দ্য ড্রুক গয়ালপো’ দিয়ে সম্মানিত করা হয়েছিল। এছাড়াও আফগানিস্তান, বাহরাইন এবং সৌদি আরব, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি, আমেরিকা, মালদ্বীপ, ফিলিস্তিন, মিশর, ফিজি, পাপুয়া নিউগিনি, পালাউ-এর মতো দেশগুলিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান জানিয়েছে।