কল্যাণী শহরের দুটি নামী নার্সিংহোম বন্ধের নির্দেশ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাসের। যদিও সেই নির্দেশ অমান্য করেই বহাল তবিয়তে চলছে নার্সিংহোমদুটি। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ১৯ নভেম্বর, মঙ্গলবার থেকেই এই দুটি নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু বুধবারও চলছে পরিষেবা। কল্যাণী শহরের অ্যাপোলো নার্সিংহোম ও পশুপতিনাথ মাল্টি স্পেশালিটি হাসপাতাল এই দুটি নার্সিংহোমকে রোগী পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।
অভিযোগ, অ্যাপোলো নার্সিংহোমে জিএনএম প্রশিক্ষিত নার্স নেই। স্টাফ নিয়েও অভিযোগ জেলা স্বাস্থ্য দপ্তরের। অন্যদিকে, পশুপতি নাথ নার্সিংহোমের বিরুদ্ধে রোগীর শয্যা নিয়ে অভিযোগ জেলা স্বাস্থ্য দপ্তরের। দুটি নার্সিংহোমকেই রোগী পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তবে সেই নির্দেশ অমান্য করেই বহাল তবিয়তে চলছে নার্সিংহোমদুটি। নদিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দে বলেন, নার্সিংহোমগুলিতে রুটিন পরিদর্শন হয়েছিল। সেই পরিদর্শন করার পরই কিছু সমস্যা দেখা দিয়েছে। সেই কারণেই রোগী পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাপোলো নার্সিংহোমের কর্ণধার চিকিৎসক সুরজিৎ সরকার বলেন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশ পেয়েছি। সব নিয়ম মেনেই নার্সিংহোম চলছে। পশুপতিনাথ মাল্টি স্পেশালিটি হাসপাতালের কর্ণধার চিকিৎসক ভার্গব রায় বলেন, রোগী পরিষেবা বন্ধের চিঠি পেয়েছি। জেলা স্বাস্থ্য দপ্তরে রয়েছি, পরে কথা বলব। যদিও বুধবার দুটি নার্সিংহোমই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশ অমান্য করেই চলছে রোগী পরিষেবা। রোগীর আত্মীয়ের লম্বা লাইন রয়েছে নার্সিংহোমদুটিতে।