• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

চেন্নাইয়ে ভয়াবহ দুর্ঘটনায় টিভি চ্যানেলের ক্যামেরাম্যানের মৃত্যু 

ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল একটি টিভি চ্যানেলের ক্যামেরাম্যানের। চেন্নাইয়ে মঙ্গলবার গভীর রাতে একটি বিএমডব্লুউ গাড়ির ধাক্কায় নিজের মোটরবাইক থেকে সেতুর ১০০ মিটার দূরে ছিটকে পড়েন তিনি। দুর্ঘটনাটি ঘটে চেন্নাইয়ের মাদুরাভোয়াল-তাম্বারাম এলিভেটেড বাইপাসে। দুর্ঘটনার পর থেকেই পলাতক বিএমডব্লউ-র চালক । তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটি।

প্রতীকী চিত্র

ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল একটি টিভি চ্যানেলের ক্যামেরাম্যানের। চেন্নাইয়ে মঙ্গলবার গভীর রাতে একটি বিএমডব্লুউ গাড়ির ধাক্কায় নিজের মোটরবাইক থেকে সেতুর ১০০ মিটার দূরে ছিটকে পড়েন তিনি। দুর্ঘটনাটি ঘটে চেন্নাইয়ের মাদুরাভোয়াল-তাম্বারাম এলিভেটেড বাইপাসে। দুর্ঘটনার পর থেকেই পলাতক বিএমডব্লউ-র চালক । তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনায় হত ওই সাংবাদিক ক্যামেরাম্যানের নাম প্রদীপ কুমার। তাঁর বাড়ি পণ্ডি বাজার এলাকায়। মঙ্গলবার রাতে অফিস থেকে ফেরার পথে মাদুরাভোয়াল-তাম্বারাম বাইপাসের কাছে একটি বিএমডব্লিউ গাড়ি প্রদীপের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়েন প্রদীপ। গাড়ি ঘটনাস্থলে ফেলে রেখেই পালিয়ে যান বিএমডব্লিউর চালক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

জানা গিয়েছে, অফিস করার পর পার্ট টাইমে অ্যাপ বাইক চালাতেন প্রদীপ। প্রদীপ জনপ্রিয় একটি তেলুগু সংবাদমাধ্যমে ক্যামেরাম্যানের কাজ করতেন। দুর্ঘটনা ঘটে যাওয়ার পর বেশ কিছুক্ষণ তাঁর চৌচির হয়ে যাওয়া মোটর বাইকটি রাস্তাতেই পড়ে থাকতে দেখেন পথচারীরা। তাঁরাই পুলিশকে খবর দেন। বিএমডব্লিউ গাড়িটিও পড়ে থাকতে দেখা যায়। 

কিন্তু প্রথমে কাউকে ঘটনাস্থলে দেখতে পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে সেতুর নীচ থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। তাঁর পোশাকের পকেট থেকে পরিচয় পত্র মেলে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বিএমডব্লুউ গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই এলাকার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে।