• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শহরে ফের আক্রান্ত পুলিশ: ভাঙা হল কিয়স্ক, গ্রেপ্তার এক

ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল সোয়া তিনটে নাগাদ, শিয়ালদহ স্টেশন চত্বরে।

কলকাতা ট্রাফিক পুলিশ। প্রতীকী ছবি।

শনিবার রাতে রিজেন্ট পার্ক এলাকার গণ্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এক পুলিশকর্মী। সেই ঘটনার দিন দুয়েকের মধ্যে শহরে আবার আক্রান্ত পুলিশ। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল পুলিশের কিয়স্ক। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল সোয়া তিনটে নাগাদ, শিয়ালদহ স্টেশন চত্বরে। ঘটনায় অভিযুক্ত বিশ্বকর্মা সাউকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে খবর, চলন্ত বাসে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করছিল ১৫৪ বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা বিশ্বকর্মা সাউ। খবর পেয়ে বাস থেকে নামিয়ে অভিযুক্ত বিশ্বকর্মাকে কিয়স্কে বসিয়েছিলেন শিয়ালদহ ট্রাফিক গার্ডের কর্মীরা। কোনও কারণ ছাড়া কেন তাকে বসিয়ে রাখা হয়েছে এই অভিযোগে কিয়স্কের সামনে ভিড় করতে থাকে অভিযুক্ত বিশ্বকর্মার আত্মীয়েরা। অভিযোগ, তারপরেই বাঁশ দিয়ে পুলিশ কিয়স্কে ভাঙচুর চালাতে থাকে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর আগেই এলাকা ছেড়ে চম্পট দেয় হামলাকারীরা। যদিও ঘটনার জেরে কোনও পুলিশকর্মী আহত হননি বলেই খবর পুলিশ সূত্রে। তদন্তে নেমে মঙ্গলবার মুচিপাড়ায় নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বিশ্বকর্মাকে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২১(১) কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর, ৩২৪(৪) অভব্য আচরণ এবং ৩২৫ শান্তি নষ্টের মতো একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

প্রসঙ্গত, শহরে পুলিশের উপর হামলার ঘটনা নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। যা নিয়ে চিন্তিত সাধারণ মানুষের একাংশ। সোমবারের ঘটনার প্রেক্ষিতে শিয়ালদহ স্টেশন চত্বরের এক দোকানি মনীষা পাল বলছেন, ‘যেখানে ঘটনাটি ঘটেছে তার কিছু দূরেই শিয়ালদহ ট্রাফিক গার্ডের অফিস। দিনের বেলায় পুলিশের কিয়স্ক ভাঙচুরের মতো ঘটনা ঘটলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’