• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

দাউদ-ঘনিষ্ঠ পাকিস্তানের ড্রাগ মাফিয়া হাজি সেলিমকে ধরতে অভিযান শুরু করল ভারত

হাজি সেলিম ওরফে হাজি বালোচ। ‘লর্ড অফ ড্রাগস’ নামে পরিচিত হাজি সেলিমের বিরুদ্ধে এবার অভিযান শুরু করল ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো তথা এনসিবি। মাদক ব্যবসার সঙ্গে যুক্ত হাজি সেলিমের জাল ছড়িয়ে গোটা বিশ্বে। এবার পাকিস্তানের সেই ড্রাগ মাফিয়া হাজি সেলিমকে ধরতে অপারেশন সাগর মন্থন শুরু করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। গুজরাট উপকূলে হাজার হাজার কোটি টাকার মাদক আটক করার কয়েক মাস পর এই অভিযান শুরু করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে, এমনটাই খবর মিলেছে।

Advertisement