• facebook
  • twitter
Wednesday, 20 November, 2024

উত্তর প্রদেশে বিজেপির পোস্টারে মুলায়ম সিং যাদবের ছবি

লখনউতে বিজেপি অফিসের বাইরে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের হোর্ডিং নিয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আর মাত্র একদিন। তার পরেই উত্তর প্রদেশের ৯টি বিধানসভা আসনে উপনির্বাচন। শাসক বিজেপি থেকে শুরু করে প্রধান বিরোধী সমাজবাদী পার্টি জোরকদমে প্রচার চালাচ্ছে। এরই মধ্যে একটি পোস্টার ঘিরে রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। লখনউতে বিজেপি অফিসের বাইরে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের হোর্ডিং নিয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। হোর্ডিংয়ে মুলায়মের ছবি দেখে অবাক বিজেপি কর্মীরা।

যদিও কিছুক্ষণের মধ্যেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। বিজেপির একটা মহলের দাবি, হোর্ডিংটি মুলায়মের পুত্রবধূ এবং বিজেপি নেত্রী অপর্ণা যাদব লাগিয়েছিলেন। হোর্ডিংটিতে অপর্ণা যাদবের ছবিও রয়েছে।

বিজেপি অফিসের দেওয়ালে লাগানো এই হোর্ডিংয়ে নেতাজিকে তাঁর ৮৫-তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানো হয়েছে। এই হোর্ডিং দেখে রীতিমতো চাপানউতোর শুরু হয়েছে সমাজবাদী পার্টি ও বিজেপির অন্দরে। রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, বিজেপি অফিসের বাইরে নেতাজির ছবি লাগিয়ে ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অপর্ণা ছাড়াও এই হোর্ডিংয়ে চৌধুরী বিবেক বালিয়ানের ছবিও রয়েছে।

অনেকের দাবি, এই হোর্ডিংটি অপর্ণা নন, বিবেক বালিয়ান লাগিয়েছিলেন। হোর্ডিংয়ে লেখা আছে, ‘শ্রদ্ধেয় নেতাজিকে তাঁর ৮৫-তম জন্মবার্ষিকীতে লক্ষ লক্ষ প্রণাম’।

উত্তরপ্রদেশের যে ৯টি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে, তার মধ্যে রয়েছে আম্বেদকর নগরের কাতেহারি, মৈনপুরির কারহাল, মির্জাপুরের মাজওয়ান, কানপুরের সিসামাউ, প্রয়াগরাজের ফুলপুর, মুজাফফরনগরের মিরাপুর, আলিগড়ের খয়ের, মোরাদাবাদের কুন্দারকি এবং গাজিয়াবাদ আসন। আগামী ২০ নভেম্বর উত্তর প্রদেশের এই ৯টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। ভোটগণনা আগামী ২৩ নভেম্বর। ওই দিন মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেরও গণনা হবে।