মিছিলের ভিডিওটি টুইটারে পোস্ট করেন ড্যানিয়েল বোর্ডম্যান নামে একজন ব্যক্তি। ক্যাপশানে তিনি লেখেন, মিছিলে অংশগ্রহণকারীরা দাবি করেন, ‘আমরাই কানাডার মালিক।’ আরও বলেন, ‘শ্বেতাঙ্গরা ইউরোপে কিংবা ইজরায়েলে চলে যাক। কানাডার বিদেশ নীতিতে ওদের আমরা নাক গলাতে দেব কেন?’
ভারত ও কানাডার মধ্যে তুমুল উত্তেজনার মধ্যে ভিডিওটি প্রকাশ পেয়েছে। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন, খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে হাত রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার। এর পর থেকেই ভারত-কানাডা সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। ট্রুডোর দাবি ‘অযৌক্তিক’ বলে নস্যাৎ করে ভারত।
ভারত-কানাডা বিরোধ এমন পর্যায়ে পৌঁছেছে যে, উভয় দেশ একে অপরের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করেছে।সাম্প্রতিক সময়ে কানাডায় হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হিংসার ঘটনাও বেড়েছে। ৩ নভেম্বর, খলিস্তানিরা একটি হিন্দু সভা মন্দিরে ভক্তদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং অন্টারিওর গ্রেটার টরেন্টো অঞ্চলের ব্রাম্পটন শহরের এক মন্দিরে ভারতীয় কনস্যুলেট দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে বাধা দেয়।