ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে নিরসা বিধানসভার সিপিআইএমএল এর প্রার্থী সহ প্রাক্তন বিধায়ক অরূপ চ্যাটার্জির সমর্থনে জনসভা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, বিজেপি নির্বাচন জয় করার জন্য ইডি ও সিবিআই কে মাঠে নামিয়েছে। তিনি বলেন, আসাম এ আদিবাসী ও মহিলার সুরক্ষিত । কিন্ত ওখানকার মুখ্যমন্ত্রী এখানকার মানুষকে ভুল বোঝাচ্ছে। হেমন্ত সোরেন বলেন, আমরা চাষীদের ঋণ মকুব করেছি।
ইলেকট্রিক বিল মকুব করেছি। তিনি বলেন, আমাদের সরকার যদি আসে, তাহলে যাদের উপর ইলেকট্রিক নিয়ে মামলা হয়েছে তা আমরা তুলে নেব। হেমন্ত বলেন, বিজেপি নির্বাচনের সময় বলছে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেব। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে কি তা দিচ্ছে। আসলে এদের কাজ কার্য সমস্ত মিথ্যা।
হেমন্ত বলেন, আমরা একা একা নির্বাচন লড়ে বিভাজিত হয়ে যাচ্ছিলাম। তাই আমরা বাম পন্থীদের সাথে যুক্ত হয়ে নির্বাচন লড়ছি। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, বিজেপি আদিবাসী বিরোধী। ঝাড়খণ্ডে আমরা সংযুক্ত মোর্চা জয়ী হচ্ছি। তিনি বলেন, রঘুবর সরকারের সময় সিএনটি এসপিটি অ্যাক্টে পরিবর্তন করে ৫১ হাজার হেক্টর জমি কর্পোরেটদের দিয়ে দিয়েছে। তিনি বলেন, বিজেপি কখনও আদিবাসী অ-আদিবাসী, কখনো হিন্দু-মুসলিম ও কখনো অনুপ্রবেশকারীদের নামে লোককে ভয় দেখাচ্ছে।
ছবি—চন্দন পাল