• facebook
  • twitter
Friday, 15 November, 2024

রক্ষণাবেক্ষণের কাজ, টানা পাঁচ ঘণ্টা বন্ধ হাওড়া ব্রিজে যান চলাচল

আগামী শনিবার রাত সাড়ে এগারোটা থেকে রবিবার ভোর সাড়ে চারটে অর্থাৎ টানা পাঁচ ঘণ্টা বন্ধ থাকছে হাওড়া ব্রিজ।

যান চলাচল বন্ধ থাকবে হাওড়া ব্রিজে। ছবি: এএনআই।

শেষবার স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল ২০২৩ সালে। তবে ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ চললেও বন্ধ থাকেনি ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। কিন্তু এবার টানা পাঁচ ঘণ্টা সম্পূর্ণ ভাবে যান নিয়ন্ত্রণ করে হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ব্রিজে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করলো কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী শনিবার রাত সাড়ে এগারোটা থেকে রবিবার ভোর সাড়ে চারটে অর্থাৎ টানা পাঁচ ঘণ্টা বন্ধ থাকছে হাওড়া ব্রিজ। সেক্ষেত্রে ঘুর পথে চালানো হবে গাড়ি। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্ট্র্যান্ড রোড দিয়ে আসা গাড়িগুলিকে এমজি রোড এবং স্ট্র্যান্ড রোডের সংযোগস্থল থেকে ব্রাবোর্ন রোড ফ্লাইওভারের নিচে পোস্তা, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেন্ট্রাল অ্যাভিনিউ (দক্ষিণগামী) দিয়ে আসা যানবাহনগুলো এমজি রোড এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সংযোগস্থল থেকে বিদ্যাসাগর সেতুর (দ্বিতীয় হুগলি সেতু) দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ঘুরিয়ে দেওয়া হবে ব্রাবোর্ন রোড দিয়ে আসা যানবাহনগুলিকে উডমাউন্ট সাউথ হয়ে স্ট্র্যান্ড রোড (দক্ষিণগামী) দিয়ে বিদ্যাসাগর সেতুর (দ্বিতীয় হুগলি সেতু) দিকে ।
পাশাপাশি, দক্ষিণ এবং পূর্ব কলকাতা থেকে হাওড়া ব্রিজের দিকে আসা যানবাহনগুলোকে বিদ্যাসাগর সেতুর (দ্বিতীয় হুগলি সেতু) দিকে ঘুরিয়ে দেওয়া হবে। উত্তরে হাওড়ার দিক থেকে এইচআইটি ব্রিজ হয়ে আসা যানবাহনগুলো ২৭এ পয়েন্ট থেকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে আরবি সেতু, ডিএম বাংলো, বার্ন স্ট্যান্ডার্ড কোং, ফোরশোর রোড এবং কাজিপাড়া ক্রসিং দিয়ে। এ ছাড়া, পশ্চিম এবং দক্ষিণ হাওড়া থেকে আসা যানবাহনগুলো ২৭এ পয়েন্ট থেকে বালি ব্রিজের দিকে এইচআইটি ব্রিজ, গোলাবাড়ি পুলিশ স্টেশন ক্রসিং, পিলখানা এবং জিটি রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।