• facebook
  • twitter
Friday, 15 November, 2024

ফ্ল্যাট থেকে উদ্ধার কোরিয়ান অভিনেতার দেহ

টেলিভিশন ড্রামা 'মুন এমব্রেসিং দ্য সান'–এ নজর কাড়েন এই কোরিয়ান অভিনেতা।

কোরিয়ান অভিনেতা সং জে-রিম। ছবি: ইন্টারনেট।

ভারতে নতুন প্রজন্মের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে উঠছে কোরিয়ান সিনেমা ও সিরিজ। পাশাপাশি এখন কোরিয়ান খাবারও অনেকে পছন্দ করছেন। এরই মধ্যে এক মর্মান্তিক খবর প্রকাশ্যে এল। প্রয়াত হয়েছেন কে–ড্রামা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা তথা মডেল সং জে রিম। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। তিনি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। গত মঙ্গলবার সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ পুলিশের কাছে অভিনেতার মৃত্যুর খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। এরপর জায়গাটিকে সিল করে দেওয়া হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ওই অভিনেতা আত্মহত্যা করেছেন। পুলিশি তদন্তের সময় তাঁর বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। তবে তাঁর দেহ কে প্রথম দেখতে পেয়েছিলেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
২০০৯ সালে অভিনয় শুরু করেন সং জে-রিম। অ্যাকট্রেসেস সিনেমায় অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন তিনি। এরপর দ্য সাসপেক্ট, অন ইওয়র ওয়েডিং ডে, গুড মর্নিং সহ একাধিক সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা যায়। টেলিভিশন ড্রামা ‘মুন এমব্রেসিং দ্য সান’–এ নজর কাড়েন এই কোরিয়ান অভিনেতা।