• facebook
  • twitter
Friday, 15 November, 2024

সরাই কালে খান চক এখন বিরসা মুন্ডা চক, ঘোষণা কেন্দ্রের

শুক্রবার দিল্লির সরাই কালে খান আইএসবিটি চকের নাম পরিবর্তন করে বিরসা মুন্ডা চক করার কথা ঘোষণা করেছে কেন্দ্র।

স্বাধীনতা সংগ্রামী এবং জনপ্রিয় নেতা বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার দিল্লির সরাই কালে খান আইএসবিটি চকের নাম পরিবর্তন করে বিরসা মুন্ডা চক করার কথা ঘোষণা করেছে কেন্দ্র। চকের নাম পরিবর্তনের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর।

বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে আদিবাসী গর্ব দিবস। কেন্দ্রীয় সরকার ২০২১ সালে মুন্ডার জন্মবার্ষিকীকে আদিবাসী গর্ব দিবস হিসাবে পালন করার ঘোষণা করেছিল। এই উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচিরও আয়োজন করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজধানী দিল্লির সরাই কালে খানের কাছে বাঁসেরা পার্কে বিরসা মুন্ডার বিশাল মূর্তি উন্মোচন করেন। আদিবাসী গর্ব দিবস উদযাপন করতে বিহারের জামুই পৌঁছেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মো্দী। রাজধানী পাটনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে জামুই জেলার একটি প্রত্যন্ত গ্রামে এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদী।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বিহারে প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় সফর এটি। এর আগে গত বুধবার, তিনি দারভাঙ্গায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। জামুই জেলা ঝাড়খণ্ড লাগোয়া। আগামী ২০ নভেম্বর ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন।

প্রধানমন্ত্রী মোদী আজ জামুইতে বিরসা মুন্ডার সম্মানে একটি স্মারক মুদ্রা এবং ডাকটিকিট উন্মোচন করবেন। তিনি এই অঞ্চলের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে উপজাতীয় সম্প্রদায়ের উন্নয়ন এবং পরিকাঠামোর উন্নতির জন্য ৬৬৪০ কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী চিরাগ পাসোয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাসওয়ান জামুই থেকে দু’বার লোকসভার সদস্য হয়েছেন।

বিরসা মুন্ডা একজন মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আদিবাসী সম্প্রদায়ের লোকেরা তাঁকে ঈশ্বরের মর্যাদা দেন। তাঁর জন্মবার্ষিকী আদিবাসী গর্ব দিবস হিসেবে পালন করা হয়।

বিরসা মুন্ডা ১৮৭৫ সালে বিহারের একটি আদিবাসী এলাকা উলিহাতুতে জন্মগ্রহণ করেন। তিনি আদিবাসীদের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং ধর্ম পরিবর্তনের মতো অপ্রীতিকর কার্যকলাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেন।