• facebook
  • twitter
Friday, 15 November, 2024

এসকে-এর ১৮টি ছবি

একসঙ্গে ১৮টা ছবির ঘোষণা করল প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। বাংলা ছবির মরা গাঙে জোয়ার আনতে প্রস্তুত এই প্রযোজনা সংস্থা।

এ যেন সত্যিই একটি ধামাকা অফার! একসঙ্গে ১৮টা ছবির ঘোষণা করল প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। সম্প্রতি কলকাতার একটি পাঁচতারা হোটেলে, টলিপাড়ার তারারা একত্রিত হয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখানেই সঞ্চালক মির মঞ্চ থেকে জানিয়ে দিলেন, এসকে মুভিজ প্রযোজিত এই ১৮ টি ছবির নাম, যা মুক্তি পাবে নতুন বছরে।

তালিকায় রয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায় নির্দেশিত জিতু কমল, শ্রাবন্তী ও রাজতাভ দত্ত অভিনীত ‘আমি আমার মতো’। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের ‘অপরিচিত’। যেখানে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী ও ইশা সাহাকে। ঝুলিতে রয়েছে অংশুমান প্রত্যুষের ‘আপনজন’। যে-ছবিতে দেখা যাবে জিতু কমল ও পায়েল সরকারকে। এছাড়া থাকছে সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’। এই ছবিতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে।

এখানেই শেষ নয়, রয়েছে পরিচালক অংশুমান প্রত্যুষের আরেকটি ছবি ‘সান্তা’। এই ছবিতে দেখা যাবে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন এবং অনির্বাণ চক্রবর্তীকে।

পরিচালক ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের পছন্দের জনর এখন হরর। তাঁর একটি ছবি রয়েছে এই তালিকায়।নাম ‘এখানে অন্ধকার’। আরেকটি হল তাঁর সিক্যুয়েল ছবি ‘আবার হাওয়া বদল’। প্রথম ছবিটিতে পরমব্রতর সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী ও পায়েল সরকার। আর পরেরটিতে রয়েছেন রুদ্রনীল ঘোষ ও রাইমা সেন। অংশুমান প্রত্যুষের ছবি ‘অন্নপূর্ণা’-তে দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়, ঋষভ বসু. দিতিপ্রিয়া রায়কে। এটি ছাড়াও অংশুমান পরিচালনা করছেন জিতু কমল ও শ্রাবন্তী অভিনীত ‘বাবু সোনা’।

বড় চমক হিসেবে দেখা হচ্ছে পরিচালক সায়ন্তন ঘোষালের ‘সরলাক্ষ হোমস’ ছবিটি । এই ছবিতে রয়েছেন ঋষভ বসু, অর্ণ মুখোপাধ্যায়। তালিকায় রয়েছে ‘তবুও ভালোবাসি’। পরিচালক রবীন্দ্র নাম্বিয়ার। এই ছবিতে রয়েছেন আরিয়ান ও দেবত্তমা সাহা। পরিচালক মৈনাক ভৌমিকের ‘গৃহস্থ’ ছবিতে একেবারে নতুন রূপে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। অন্যদিকে, পরিচালক রবীন্দ্র নাম্বিয়ার নিয়ে আসছেন একটি নতুন স্বাদের প্রেমের গল্প। অভিনয়ে শন বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু ও দিতিপ্রিয়া রায়। ছবির নাম ‘যদি এমন হতো’।

এই প্রজন্মের পছন্দের জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলাকে দেখা যাবে ‘চন্দ্রবিন্দু’-তে। পরিচালক রাজা চন্দ। রয়েছে পরিচালক সায়ন্তন ঘোষালের ‘ভালোবাসি তোকে ভালোবেসে’। যেখানে জুটি বাঁধছেন রাজনন্দিনী পাল ও ঋষভ বসু। নজরে রয়েছে শ্রাবন্তী ও দিতিপ্রিয়ার ‘ডিয়ার ডি’ এবং অলকানন্দা রায়, বিদিপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, দর্শনা বণিক, মানসী সিনহা, সৌরসেনী মৈত্র, রাজনন্দিনী পাল অভিনীত ‘উড়নছু’। পরিচালক সেই অংশুমান প্রত্যুষ।

তবে বড় চমকটা একদম শেষের জন্য জমিয়ে রেখেছিল এসকে মুভিজ। থাকছে বাংলাদেশের হার্ট থ্রব শাকিব খানের ছবি ‘দরদ’, যেখানে দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে। সব মিলিয়ে বলা যায়, বাংলা ছবির মরা গাঙে জোয়ার আনতে প্রস্তুত এই প্রযোজনা সংস্থা।