যুবরাজ সিং সেন্টার অফ এক্সেলেন্স ও মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের যৌথ উদ্যোগে পূর্ব ভারতের উত্তরবঙ্গ ও সিকিম সহ উত্তর-পূর্ব ভারতের ক্রিকেট ট্যালেন্ট হান্ট শুরু হতে চলেছে। আগামী ১৭ নভেম্বর শিলিগুড়িতে এই ট্যালেন্ট হান্টের সূচনা হচ্ছে। লক্ষ্য উত্তরবঙ্গ, সিকিম ও অসম সহ অন্যান্য উত্তর-পূর্ব রাজ্য থেকে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের চিহ্নিত করে প্রশিক্ষণ দেওয়া। এই ট্যালেন্ট হান্টের মধ্যে দিয়ে পাটনা, শিলিগুড়ি, অসম, কলকাতা সহ বিভিন্ন শহরে তরুণ ক্রিকেটারদের বাছাই করে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই ভুবনেশ্বরে ৯ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে এই ট্যালেন্ট হান্টের বাছাই পর্ব। আগামী ২৩ নভেম্বর কলকাতায় এবং ২৪ নভেম্বর পাটনায় এই ট্যালেন্ট হান্টের ক্যাম্প অনুষ্ঠিত হবে। আগামী ১৭ নভেম্বর শিলিগুড়ির দিল্লি পাবলিক স্কুলের মাঠে বসবে ট্যালেন্ট হান্ট ক্যাম্প।
অনুষ্ঠান পরিচালনা করবেন, বিসিসিআইয়ের লেভেল ওয়ান সনৎ পাত্র ও এই সেন্টারের প্রধান কোচ ক্রিকেটার বিশাল ভাটিয়া ও বিসিসিআইয়ের লেভেল-টু সনদপ্রাপ্ত কোচ যুবরাজ সিং। সেন্টার অফ এক্সেলেন্সের কলকাতার প্রধান কোচ হলেন সত্যেন্দ্র সিং। উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর সহ অন্য রাজ্য অর্থাৎ সিকিম, অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এবং নাগাল্যান্ডের উদ্যোমী ক্রিকেটাররা এই চ্যালেঞ্জ হান্টে অংশগ্রহণ করতে পারবেন। নির্বাচিত খেলোয়াড়রা যেমন প্রশিক্ষণ পাবেন এবং স্কলারশিপও তাঁদের দেওয়া হবে। আর এই অনুষ্ঠানটি হবে কলকাতার মার্লিন রাইজ ক্লাব প্যাভিলিয়নে।
এখানে যুবরাজ সিং প্রতিষ্ঠিত উন্নতমানের ক্রিকেট প্রশিক্ষণ শিবির হিসেবে নতুন দিশা দেখাচ্ছে। এই প্রশিক্ষণ শিবিরের ব্যাপারে যুবরাজ সিং বলেছেন, ক্রিকেট ভারতের জনপ্রিয় খেলা। বিশেষ করে, পূর্ব ভারতে ক্রিকেটের জমজমাট লড়াই হয়ে থাকে। তাই প্রতিভাবান ক্রিকেটাররা এই চ্যালেঞ্জ ম্যাচের মাধ্যমে আগামী দিনে ভারতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্ল্যাটফর্ম তৈরি করার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। তরুণ ক্রিকেটাররা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আগামী দিনে তাঁরা নজর কাড়তে পারেন, সেই ভাবনাই থাকবে। যুবরাজ সিং আরও বলেন, আমি নিজে অপেক্ষায় রয়েছি এই অঞ্চলের প্রতিভাবানদের দেখার জন্য। মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা এই প্রসঙ্গে বলেন, মার্লিন গ্রুপ যুবরাজ সিং সেন্টার অফ এক্সেলেন্স যৌথভাবে পূর্বভারতে প্রথম এই উন্নতমানের পরিকাঠামো যুক্ত ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করেছে কলকাতার মার্লিন রাইজে। লক্ষ্য থাকবে পূর্ব ভারত ও উত্তর-পূর্ব ভারতের পাশে সিকিমের প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনা।