• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ফের বোমাতঙ্ক, রায়পুরে জরুরি অবতরণ কলকাতামুখী বিমানের

ফের বোমা হুমকি। নাগপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওয়া দেওয়া বিমান জরুরি অবতরণ করল ছত্তিশগড়ের রায়পুর এয়ারপোর্টে।

ফের বোমাতঙ্ক, নাগপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান জরুরি অবতরণ করল ছত্তিশগড়ের রায়পুর এয়ারপোর্টে। অবতরণের পরই ১৮৭ জন যাত্রী ও ৬ জন ক্রু মেম্বারকে নিরাপদে প্লেন থেমে নামিয়ে শুরু হয় তল্লাশি। চাঞ্চল্যকর এই ঘটনাটি বৃহস্পতিবারের।

সন্তোষ সিং নামে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বোমা হামলার আশঙ্কায় নাগপুর থেকে কলকাতাগামী একটি বিমান রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানবন্দরে বিমানটি পরীক্ষা করা হচ্ছে এবং আরও তদন্ত চলছে। হুমকি দেওয়ার অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়েছে। মানা থানায় জিজ্ঞাসাবাদ কতা হয় তাঁকে।

২৬ অক্টোবর পর্যন্ত ১৩ দিনে ৩০০টিরও বেশি বিমানে বোমা হুমকি দেওয়া হয়। সরকারি সূত্রে খবর, বেশির ভাগ ক্ষেত্রেই সোশাল মিডিয়ায় হুমকি দেওয়া হয়। শুধুমাত্র ২২ অক্টোবর ৫০টি বিমানে বোমা হুমকি দেওয়া হয়। এর মধ্যে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর ১৩টি করে বিমান ছিল।

বিমানসংস্থা ইন্ডিগোর ফ্লাইটটি নাগপুর থেকে কলকাতা আসছিল। ফ্লাইটে বোমা থাকার খবর ছড়িয়ে পড়তেই রায়পুরে সেটি জরুরি অবতরণ করে। সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে বের করে লাউঞ্জে নিয়ে যাওয়া হয়। বিমানটিকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও বিমানে তল্লাশি চালিয়ে বম্ব স্কোয়াড সন্দেহজনক কিছু পায়নি বলে খবর মিলেছে।

রায়পুরের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তন রাঠোর বলেন, নাগপুর থেকে কলকাতাগামী বিমানটিকে বোমার হুমকির পরে রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছিল। বিমানবন্দরে বিমানটি পরীক্ষা করা হচ্ছে। তদন্ত শেষে রায়পুর বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে দেয়। যদিও বিমানে বোমা পাওয়া গিয়েছে কি না, তা নিয়ে মুখ খুলতে চাননি অতিরিক্ত পুলিশ সুপার কীর্তন রাঠোর।