গণতান্ত্রিক পদ্ধতিতে উৎসবের মেজাজে বুধবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালবনি ব্লকের বাঁকিবাঁধ , সাতপাটি, কাশিজোড়া অঞ্চলের বিভিন্ন বুথে কর্মীদের উৎসাহ দিতে বুথ পরিদর্শন করলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ , শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ প্রসাদ মাহাতো, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা।
যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ জানান, ‘কয়েকটি বুথে ইভিএম মেশিন খারাপ হওয়ার ফলে ভোট দিতে আসা মানুষজন ভোট না দিয়ে বাড়ি চলে গিয়েছিলেন। পরে ইভিএম মেশিন ঠিক হওয়ার পর তাঁরা এসে ভোট দিয়েছেন।’
যদিও কাশিজোড়া অঞ্চলের দেউলকুন্ডা বুথে পর পর ইভিএম মেশিন তিন বার খারাপ হওয়ায় ভোটাররা ভোট দিতে এসে সমস্যায় পড়েছিলেন। তবে, শান্তিপূর্ণভাবেই সমাধা হয়েছে ভোটপর্ব। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। তৃণমূলের শীর্ষ নেতারাও প্রতিটি বুথে কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন বুথে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন।