• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মানসিক দিক দিয়ে বিধ্বস্ত ফ্রান্সের কিলিয়ান এমবাপে

ফ্রান্সের মানুষ যতটা ভালবাসেন বলে এমবাপে ভেবেছিলেন, সেই ভালবাসা ততটা পাননি তিনি। এই ঘটনাও তাঁর কাছে বেদনাদায়ক হয়ে দেখা দিয়েছে।

কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরে সারা বিশ্ব তাকিয়েছিল ফুটবলের চেহারা কীরকম হবে। আসলে তিনি রিয়াল মাদ্রিদে আসার পরেই সবসময় খবরের শিরোনামে থাকতেন। কিন্তু দিন যত গড়িয়েছে, ততই এমবাপে মানসিকভাবে পিছিয়ে পড়ছিলেন। শুধু তাই নয়, সমস্যাও তৈরি হচ্ছিল। সম্প্রতি তিনি পুরোপুরি দলের পারফরম্যান্সে বিধ্বস্ত। ‘মানসিক সমস্যায়’ও ভুগছেন এমবাপে।
ফ্রান্সে এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় ফুটবল মহলে। তাদের দাবি, রিয়াল মাদ্রিদে এসে সেন্টার ফরওয়ার্ডের ভূমিকায় তিনি কিছুতেই মানিয়ে নিতে পারছেন না। তাই খেলার ছন্দ হারিয়ে গেছে তাঁর। এমনকি গোলও পাচ্ছেন না। সব মিলিয়ে বলতে পারা যায়, তাঁর স্থান হয়ে গিয়েছে একেবারে তলানিতে। আবার ইউরো কাপের পরে স্টকহোমে ছুটি কাটাতে গিয়েছিলেন এমবাপে। সেখানে তাঁর নামে ধর্ষণের অভিযোগ ওঠে। আদালতে তার মামলা চলছে। এমবাপে এই মুহূর্তে বিভিন্ন সমস্যার সঙ্গে লড়াই করে চলেছেন। তাই মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছেন একেবারে। এমনিতেই ফ্রান্সের দল থেকে তিনি বাদ পড়ে গিয়েছেন। কয়েকদিন আগে পর্যন্ত দলকে নেতৃত্ব দিতেন এমবাপে। এই নিয়ে কোচ দিদিয়ের দেঁশ এমবাপেকে বাতিল করে দেন দু’বার। সেই ঘটনাতেও এমবাপে অখুশি।
জানা গেছে, বিভিন্ন ঘটনার জেরে ফরাসিবাসীর কাছে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন এমবাপে। সব দিক থেকে তিনি সমস্যায় পড়েছেন। সে কারণে মাঠে তাঁর পারফরম্যান্সে প্রভাব পড়েছে। ফ্রান্সের মানুষ যতটা ভালবাসেন বলে এমবাপে ভেবেছিলেন, সেই ভালবাসা ততটা পাননি তিনি। এই ঘটনাও তাঁর কাছে বেদনাদায়ক হয়ে দেখা দিয়েছে।