• facebook
  • twitter
Tuesday, 28 January, 2025

অন্ধ্রে ৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স

অন্ধ্র সরকার তার নব প্রবর্তিত ক্লিন এনার্জি সংক্রান্ত নীতির অধীনে জৈব জ্বালানি প্রকল্পগুলির জন্য প্রণোদনা ঘোষণা করার পরে এই বড়সড়ো সিদ্ধান্ত গ্রহণ। এই প্রণোদনার মধ্যে রয়েছে পাঁচ বছরের জন্য কম্প্রেসড বায়োগ্যাস (সিবিজি) প্ল্যান্টগুলিতে স্থায়ী মূলধন বিনিয়োগের উপর ২০ শতাংশ মূলধন ভর্তুকি।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অন্ধ্রপ্রদেশে ৬৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানা গেছে, যা গুজরাটের বাইরে তাদের ক্লিন এনার্জি উদ্যোগের ক্ষেত্রে সবচেয়ে বড় বিনিয়োগ হবে বলে অনুমান করা হচ্ছে। মুকেশ আম্বানির নেতৃত্বাধীন এই সংস্থা আগামী পাঁচ বছরে ৫০০টি কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে।

অন্ধ্রপ্রদেশের বর্জ্য জমিতে ১৩০ কোটি টাকা বিনিয়োগে বায়োগ্যাস প্ল্যান্টগুলি স্থাপন করা হবে। রাজ্যের আন্দাজ অনুযায়ী, প্রায় ২.৫ লক্ষ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ কর্মসংস্থান পাবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ক্লিন এনার্জি উদ্যোগের দায়িত্বে থাকা অনন্ত আম্বানি এবং অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশের মধ্যে এই পরিকল্পনাটি চূড়ান্ত করা হয়েছিল। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে আরআইএল এবং অন্ধ্রপ্রদেশ শিল্প বিভাগের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে।

অন্ধ্র সরকার তার নব প্রবর্তিত ক্লিন এনার্জি সংক্রান্ত নীতির অধীনে জৈব জ্বালানি প্রকল্পগুলির জন্য প্রণোদনা ঘোষণা করার পরে এই বড়সড়ো সিদ্ধান্ত গ্রহণ। এই প্রণোদনার মধ্যে রয়েছে পাঁচ বছরের জন্য কম্প্রেসড বায়োগ্যাস (সিবিজি) প্ল্যান্টগুলিতে স্থায়ী মূলধন বিনিয়োগের উপর ২০ শতাংশ মূলধন ভর্তুকি। পাশাপাশি একই সময়ের জন্য রাজ্য পণ্য ও পরিষেবা কর (এসজিএসটি) এবং বিদ্যুৎ শুল্কের সম্পূর্ণ প্রতিদান। নারা লোকেশ বলেন, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য তাঁরা তাঁদের ক্লিন এনার্জি সংক্রান্ত নীতিতে বেশ কিছু প্রণোদনা চালু করেছেন।