• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

চেন্নাইয়ে রোগীর ছেলের হাতে আক্রান্ত চিকিৎসক, ছুরি দিয়ে ৭ বার কোপ বুকে 

আরজি কর হাসপাতালের ঘটনার পর চিকিৎসকদের হাসপাতালে সুরক্ষা নিয়ে যখন গোটা দেশ তোলপাড়, তার মধ্যেই ফের রোগীর পরিবারের হাতে আক্রান্ত হলেন চিকিৎসক। বুধবার সকালে চেন্নাইয়ে হাসপাতালের মধ্যেই চিকিৎসককের উপর ছুরি নিয়ে চড়াও হলেন এক রোগীর ছেলে। জানা গিয়েছে,তাঁর ক্যানসারে আক্রান্ত মায়ের ওই হাসপাতালের ক্যানসার ওয়ার্ডে চিকিৎসা চলছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আক্রান্ত চিকিৎসক ভর্তি রয়েছেন হাসপাতালের আইসিইউ বিভাগে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। 

আরজি কর হাসপাতালের ঘটনার পর চিকিৎসকদের হাসপাতালে সুরক্ষা নিয়ে যখন গোটা দেশ তোলপাড়, তার মধ্যেই ফের রোগীর পরিবারের হাতে আক্রান্ত হলেন চিকিৎসক। বুধবার সকালে চেন্নাইয়ে হাসপাতালের মধ্যেই চিকিৎসককের উপর ছুরি নিয়ে চড়াও হলেন এক রোগীর ছেলে। জানা গিয়েছে,তাঁর ক্যানসারে আক্রান্ত মায়ের ওই হাসপাতালের ক্যানসার ওয়ার্ডে চিকিৎসা চলছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আক্রান্ত চিকিৎসক ভর্তি রয়েছেন হাসপাতালের আইসিইউ বিভাগে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

 
বুধবার সকালে চেন্নাইয়ের কালাইনার সেন্টিনারি হাসপাতালের ক্যানসার ওয়ার্ডেই রোগী দেখছিলেন ডাঃ বালাজি। তখন সেখানে কর্মী সেজে ঢুকে পড়েন অভিযুক্ত ভিগনেশ। অভিযোগ, তারপরই তিনি ছুরি নিয়ে চড়াও হন মায়ের চিকিৎসকের উপরে। পর পর সাতটি কোপ মারেন চিকিৎসকের বুকে। এরপরই অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তাঁকে পুলিশ ঘিরে ধরে।  গ্রেপ্তার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয় ।
 
প্রাথমিক তদন্ত থেকে পুলিশ জানতে পারে, ভিগনেশের অভিযোগ ছিল ওই চিকিৎসকের অধীনে তাঁর মায়ের সঠিক চিকিৎসা হচ্ছে  না। ওই ডাক্তারের বিরুদ্ধে মাকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ করেছিলেন ভিগনেশ। সেই রাগেই এই ঘটনা ঘটান তিনি। এদিকে আক্রান্ত চিকিৎসক  বালাজির হৃদরোগের সমস্যা রয়েছে । আঘাতে তাঁর বুকের উপরের অংশে চোট লাগে। চিকিৎসকের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা । 
 

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। আহত চিকিৎসকের চিকিৎসা ব্যবস্থা যথাযথভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত দোষীর বিরুদ্ধে কড়া শাস্তির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।