• facebook
  • twitter
Monday, 25 November, 2024

ইস্টবেঙ্গলের পদক্ষেপ

এ ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে ফেডারেশনের কাছে চিঠি দেওয়া হয়েছে।

ইস্ট বেঙ্গল ক্লাব। ফাইল চিত্র।

ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী সমিতির সভায় আলোচনার শেষে সমস্ত খেলা বিভাগে অনুমতি করার লক্ষ্যে পরিকাঠামোতে নতুনত্ব আনার কথা বলা হয়েছে। আলোচনায় সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে সিনিয়র ফুটবল দলের পারফরম্যান্স এবং রেফারির অনৈতিক সিদ্ধান্তের কথা। ৯০ মিনিটের খেলায় যিনি পরিচালক, তার একটা নৈতিক দায়িত্ব থাকে ফুটবলকে কীভাবে ভালো জায়গায় নিয়ে যাওয়া, তাই রেফারির সিদ্ধান্তে অনেক সময় ফুটবলের ছন্দপতন ঘটে। এ ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে ফেডারেশনের কাছে চিঠি দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রধান টুর্নামেন্টের খেলাগুলিতে ‘ভার’ রূপায়ণ করা উচিত। সঠিক সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হবে।