• facebook
  • twitter
Friday, 22 November, 2024

এবার পাহাড়েও ‘বাংলার বাড়ি’

রাজ্যের অর্থেই অন্যান্য জেলার মতো দার্জিলিঙেও আবাস যোজনার কাজ শুরু করিয়েছেন মমতা।

বাংলার বাড়ি প্রকল্প। ছবি: ইন্টারনেট।

এবার বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আসতে চলেছে পাহাড়। আবাস যোজনার সঙ্গে যুক্ত আধিকারিকরা জানিয়েছেন, বাংলার বাড়ি কীভাবে পাহাড়ে রূপায়িত হবে, এই প্রকল্পের আওতায় কে বা কারা টাকা পাবেন, তার নোডাল এজেন্সি কে হবে–– সেই সংক্রান্ত রূপরেখা চূড়ান্ত করতে পারেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, রাজ্যের অর্থেই অন্যান্য জেলার মতো দার্জিলিঙেও আবাস যোজনার কাজ শুরু করিয়েছেন মমতা।

উল্লেখ্য, আবাসে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের জন্য বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এর জন্য সমতলের মতো পাহাড়ও বঞ্চনার শিকার হচ্ছে বলে অভিযোগ তুলেছে রাজ্যের। এই কারণে সমতলের পাশাপাশি পাহাড়েও বাড়ি দিতে তৎপরতা দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারের কথায়, ‘মুখ্যমন্ত্রীর কাছে সমতল যতটা আদরের, ঠিক ততটাই প্রিয় পাহাড়। বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁর ব্রত। এই বিষয়ে তিনি যেমন নির্দেশ দেবেন, সেরকমই পদক্ষেপ নেওয়া হবে।’