পাহাড়ে মৃদু ভূমিকম্প। মঙ্গলবার দুপুরে সিকিমের গ্যাংটক-সহ সিকিমের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। আর বাংলার দার্জিলিং-সহ কার্শিয়াং, সোনাদা, মংপোতে সামান্য কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫। তবে তীব্রতা কম থাকায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, মঙ্গলনবার দুপুর ২টো ৩৬ সেকেন্ড ৩.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে সিকিমের গ্যাংটকে। ভূমিকম্পের গভীরতা ছিল ৫ কিমি পর্যন্ত। ভূমিকম্পের কেন্দ্রস্থল সিকিমের তাদং থেকে ১৪ কিলোমিটার দূরে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের গ্যাংটক শাখার আধিকারিক গোপীনাথ রাহা জানিয়েছেন, সিকিম ভূমিকম্পপ্রবণ এলাকা। সিকিমে ভূমিকম্প হলে উত্তরবঙ্গের পাহাড়েও তার প্রভাব এসে পড়ে। এক্ষেত্রেও তা-ই হয়েছে বলে জানিয়েছেন তিনি।