• facebook
  • twitter
Thursday, 14 November, 2024

সুকান্তকে নোটিস নির্বাচন কমিশনের

সুকান্ত মজুমদার তালড্যাংরার সভা থেকে পুলিশকে নিশানা করে বলেছিলেন, ‘উর্দি পরে তৃণমূলের দালালি করবেন না। আর যদি করতেই হয় তাহলে টুপি এবং ঘাড়ে যে অশোক স্তম্ভ থাকে তা খুলে হাওয়াই চটি লাগিয়ে রাখুন।’

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফাইল চিত্র

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অশোক স্তম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। সেই প্রেক্ষিতেই তাঁকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। সোমবার রাত ৮টার মধ্যে জবাব তলব করেছে কমিশন।

উল্লেখ্য, ৬ কেন্দ্রের বিধানসভার উপনির্বাচনের প্রচারে সম্প্রতি তালড্যাংরা গিয়েছিলেন সুকান্ত। সেখানের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের জাতীয় প্রতীক এবং রাজ্য পুলিশকে তিনি অপমান করেন বলে অভিযোগ তোলে তৃণমূল এবং সেই প্রেক্ষিতেই কমিশনের কাছে যায়। তার ভিত্তিতেই সোমবার রাত ৮টার মধ্যে সুকান্তর জবাব তলব করেছে নির্বাচন কমিশন। নোটিশে কমিশন উল্লেখ করেছে, সোমবার রাত ৮টার মধ্যে তাঁকে তাঁর মন্তব্য নিয়ে যথোচিত উত্তর দিতে হবে। আর তিনি যদি কোনও উত্তর না দেন তাহলে ধরে নেওয়া হবে তাঁর এই ব্যাপারে কিছুই বলার নেই। তখন কমিশনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হতে পারে তাঁর বিরুদ্ধে।

প্রসঙ্গত, সুকান্ত মজুমদার তালড্যাংরার সভা থেকে পুলিশকে নিশানা করে বলেছিলেন, ‘উর্দি পরে তৃণমূলের দালালি করবেন না। আর যদি করতেই হয় তাহলে টুপি এবং ঘাড়ে যে অশোক স্তম্ভ থাকে তা খুলে হাওয়াই চটি লাগিয়ে রাখুন।’ পাশাপাশি বলেছিলেন, পুলিশ সরিয়ে দিলে তৃণমূল নামের দলটাই থাকবে না। ১৫ মিনিটে দলটা উঠে যাবে! তাই পুলিশকে তাঁর ‘পরামর্শ’ ছিল, দালালি ছেড়ে উর্দির সম্মানে কাজ করুন, না হলে পুলিশের ঝাণ্ডা ধরুন।