• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নতুন উদ্যমে রোহিতরা লড়াই করবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে

ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরেকর বলেছেন, খোঁচা খাওয়া বাঘ যেমন গর্জ করে। ঠিক সেইভাবে অস্ট্রেলিয়ার মাঠে রোহিত কোহলিরা গর্জে উঠবেন বলে বিশ্বাস।

ফাইল চিত্র

আর অল্প কিছুদিন বাদে অস্ট্রেলিয়ার মাঠে শুরু হতে চলেছে বর্ডার-গাভাসকার ট্রফি টেস্ট ম্যাচ। দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাচে দুরমুশ হওয়ার পরে রোহিত শর্মা ও বিরাট কোহলিরা খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। সেখানে পাঁচটি টেস্ট ম্যাচ খেলতে হবে। আর এই সিরিজ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জিততে না পারেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা কঠিন হয়ে যাবে ভারতের। তবে ভারতের পারফরমেন্স নিয়ে ক্রিকেটারদের সমালোচনার মধ্যে পড়তে হয়েছে। এমনকী অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররাও রোহিত ও কোহলিদের ছেড়ে কথা বলেননি।

ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরেকর বলেছেন, খোঁচা খাওয়া বাঘ যেমন গর্জ করে। ঠিক সেইভাবে অস্ট্রেলিয়ার মাঠে রোহিত কোহলিরা গর্জে উঠবেন বলে বিশ্বাস। বিশ্বাস করা যায় ভারতীয় দল পিছিয়ে থেকে লড়াই করবে এবং এগিয়ে থাকবে। সেই কারণে ক্রিকেটাররা নতুন উদ্যমে লড়াই করবার মানসিকতা নিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন।

এদিকে ভারতের বিপক্ষে বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্ট ম্যাচের জন্যে অস্ট্রেলিয়ার ১৩ জনের দল ঘোষণা করা হয়েছে। ২২ নভেম্বর পার্থে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। দলে রয়েছেন-প্যাট কামিন্স (অধিনায়ক) স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারে, জশ হ্যাজলউড, ট্রাভির হেড, জশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেম স্টিভ স্মিথ, নাথান লায়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি ও মিচেল স্টার্ক।

অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স ও বলেছিলেন, ভারতীয় দলের সঙ্গে দেশের মাটিতে লড়াই করবার জন্যে সেরা পারফরমেন্স করতে প্রস্তুত। অন্যদিকে ভারতীয় দলের হয়ে প্রথম টেস্ট ম্যাচ থেকেই খেলবেন অধিনায়ক রোহিত শর্মা। তাই ভারতীয় দলে, নতুন লড়াই করার শপথ তা নিয়ে কোনও সন্দেহ নেই।