• facebook
  • twitter
Friday, 22 November, 2024

হায়দরাবাদের জুবিলি হিলস-এর হোটেলে বিস্ফোরণ, আহত ২ 

হায়দরাবাদের জুবিলি হিলস-এর একটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটল রবিবার সকালে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে হোটেলের পাঁচিল ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় হোটেল সংলগ্ন ছয়টি ঝুপড়ি বাড়িও। বিস্ফোরণে এখনও পর্যন্ত দুই জন আহত হন বলে পুলিশ সূত্রে খবর। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, হোটেলের রেফ্রিজারেটরের কম্প্রেসার ফেটে গিয়ে বিস্ফোরণ ঘটে।

হায়দরাবাদের জুবিলি হিলস-এর একটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটল রবিবার সকালে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে হোটেলের পাঁচিল ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় হোটেল সংলগ্ন ছয়টি ঝুপড়ি বাড়িও। বিস্ফোরণে এখনও পর্যন্ত দুই জন আহত হন বলে পুলিশ সূত্রে খবর। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, হোটেলের রেফ্রিজারেটরের কম্প্রেসার ফেটে গিয়ে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় দুর্গা ভবানী নগর বস্তিতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণে কয়েকটি বৈদ্যুতিক খুঁটিও ছিটকে পড়ে।
 
রবিবার হায়দরাবাদের জুবিলি হিলস-এর একটি হোটেলে একটি বিশাল বিস্ফোরণে কাছাকাছি ছয়টি ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোড নম্বর ওয়ান, জুবিলি হিলস-এর তেলেঙ্গানা স্পাইস কিচেনে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় দুইজন আহত হন।পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় দেওয়ালের কিছু পাথর ও সিমেন্টের টুকরো বাতাসে উড়ে প্রায় ২০ মিটার দূরে কুঁড়েঘরের উপর পড়ে।পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দুই ব্যক্তি আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
খবর পেয়ে পুলিশের ডেপুটি কমিশনার বিজয় কুমার, সহকারী পুলিশ কমিশনার ভেঙ্কটগিরি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হোটেল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন । প্রাথমিক রিপোর্টে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরে পুলিশ জানায়, রেফ্রিজারেটরের কম্প্রেসারে বিস্ফোরণ ঘটে।
 
খাইরাতাবাদের বিধায়ক দানাম নগেন্দ্র ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।  রেফ্রিজারেটরের কম্প্রেসারের কারণে বিস্ফোরণ, না কি অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।