• facebook
  • twitter
Wednesday, 15 January, 2025

মোলিনার পাখির চোখ রয় কৃষ্ণর ওড়িশাকে হারানো

মোহনবাগানের রক্ষণ একটিও গোল না খাওয়ায় ফুরফুরে মেজাজেই রয়েছেন মোলিনা। সবুজ-মেরুন অন্দরমহলের খবর, গ্রেগের পরিবর্ত হিসেবে ইতিমধ্যেই দিমিত্রি পেত্রাতসকে তৈরি রাখা হয়েছে।

ফাইল চিত্র

আগামী রবিবার মোহনবাগান সুপার জায়ান্টস লড়াই করবে রয় কৃষ্ণর ওড়িশা এফসি’র বিরুদ্ধে। মোহনবাগানের কোচ হোসে মোলিনার একটাই ভাবনা দলকে জয় তুলে দিতে হবে। সেই ভাবনাতে ফুটবলারদের বলতে চেষ্টা করেছেন, আইএসএল ফুটবলের লিগ টেবলে দু’নম্বরে আছি বলে, কোনও খেলায় সহজভাবে নেওয়া চলবে না। জয় আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই পৌঁছে যেতে হবে। এদিন সারা শহরজুড়ে ছটপুজোর জন্য রাস্তা বন্ধ থাকায় দিমিত্রি পেত্রাতস, জেমি ম্যাকলারেন ও নুনো রেইসদের গাড়ি আটকে পড়ে এবং ঘুরে আসতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিলেন। কিন্তু ওড়িশার বিরুদ্ধে খেলতে গিয়ে কারও পথ যেন না হারায়।

তবে সবুজ-মেরুন সমর্থকদের চিন্তায় রাখবে মাঝমাঠের প্রাণভ্রমরা গ্রেগ স্টুয়ার্টের অনুশীলন না করা। এ দিন থেকেই অনুশীলন করার কথা থাকলেও শারীরিক কসরতের পরে সাইডলাইনে রিহ্যাব করলেন স্কটিশ তারকা। ফিজ়িয়োর সঙ্গে অনেকটা সময় কাটালেন। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে পারেননি আপুইয়া। ওড়িশা ম্যাচে হয়তো তিনি দীপক টাংরির জায়গায় শুরু করবেন।

গত তিন ম্যাচে মোহনবাগানের রক্ষণ একটিও গোল না খাওয়ায় ফুরফুরে মেজাজেই রয়েছেন মোলিনা। সবুজ-মেরুন অন্দরমহলের খবর, গ্রেগের পরিবর্ত হিসেবে ইতিমধ্যেই দিমিত্রি পেত্রাতসকে তৈরি রাখা হয়েছে। তাই গ্রেগকে নিয়ে অযথা ঝুঁকি নেওয়া হবে না। হয়তো পরিবর্ত হিসেবে নামতে পারেন তিনি।