• facebook
  • twitter
Friday, 22 November, 2024

স্তন ক্যান্সার নির্ণয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু এসএসকেএম–র

শুরু হয়ে গিয়েছে প্রথম পর্যায়ের ট্রায়াল। রাজ্যের প্রত্যন্ত সব এলাকা ঘুরে এখনও পর্যন্ত ৫৯ লক্ষ মহিলার স্ক্রিনিং করা সম্ভব হয়েছে। জানা গিয়েছে, খুব সহজেই আল্ট্রাসাউন্ড যন্ত্রের মাধ্যমে স্তনের ক্যান্সার নির্ণয় করা যাচ্ছে।

প্রতীকী চিত্র

স্তন ক্যান্সার নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা নিল এসএসকেএম হাসপাতাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু–এর সঙ্গে যৌথ উদ্যোগে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করল রাজ্যের প্রথম সারির এই সুপার স্পেশালিটি হাসপাতাল। এই ট্রায়ালের অধীনে হাসপাতালের তরফে পাড়ায় পাড়ায় গিয়ে মহিলাদের স্তন পরীক্ষা করা হচ্ছে।

এই গবেষণার মূল লক্ষ্যই হল, বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে স্তন ক্যান্সার নির্ণয় করা। চিকিৎসক দীপ্তেন্দু সরকার ও পার্থ বসুর উদ্যোগে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে দীপ্তেন্দু সরকার জানিয়েছেন, বিভিন্ন ক্যাম্পে গিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে, স্তনে কোনও লাম্প আছে কি না। যদি লাম্প থাকে তাহলে একটি ছোটো ডিভাইস দিয়ে ক্যান্সার আছে কি না তা নির্ণয় করা হবে।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রথম পর্যায়ের ট্রায়াল। রাজ্যের প্রত্যন্ত সব এলাকা ঘুরে এখনও পর্যন্ত ৫৯ লক্ষ মহিলার স্ক্রিনিং করা সম্ভব হয়েছে। জানা গিয়েছে, খুব সহজেই আল্ট্রাসাউন্ড যন্ত্রের মাধ্যমে স্তনের ক্যান্সার নির্ণয় করা যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, ক্যান্সার আক্রান্তদের মধ্যে ১৩ শতাংশই স্তন ক্যান্সারে আক্রান্ত হন।