• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কুরুচিকর মন্তব্য প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করলেন ফিরহাদ হাকিম

হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে গিয়ে বিজেপি নেত্রী তথা গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে আক্রমণ করেছিলেন ফিরহাদ। মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি রেখাতে পণ্যের সঙ্গে তুলনা করেছেন বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মেয়র ফিরহাদ হাকিম। ফাইল চিত্র

সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। এই নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। তাঁর বিরুদ্ধে ইমেল মারফত অভিযোগ দায়ের হয় বিধাননগর কমিশনারেটে। এই বিষয়ে সক্রিয় হয়েছে জাতীয় মহিলা কমিশনও। এই বিতর্কের মাঝেই এবার নিজের অবস্থান স্পষ্ট করে সাফাই দিলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্যে কারও খারাপ লেখে থাকলে দুঃখও প্রকাশ করেছেন মন্ত্রী।
হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে গিয়ে বিজেপি নেত্রী তথা গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে আক্রমণ করেছিলেন ফিরহাদ। মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি রেখাতে পণ্যের সঙ্গে তুলনা করেছেন বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফিরহাদের বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে তাঁর সমালোচনা করেন তিনি। মন্ত্রীর বিরুদ্ধে সরব হন রেখা নিজেও। এরপরই নিজের অবস্থান স্পষ্ট করলেন কলকাতার মেয়র।
ফিরহাদের দাবি, তিনি বিজেপিকে আক্রমণ করতে গিয়ে ওই শব্দটি ব্যবহার করেছেন। তিনি রেখা পাত্রকে কোনওভাবে অপমান করতে চাননি। তাঁর কথায়, ‘নারীদের আমি মাতৃরূপে দেখি। রেখা পাত্রকে আমি ভদ্রমহিলা বলে সম্বোধন করেছি। ওই কথাগুলো আমি বিজেপিকে বলেছি। তারপরও যদি কারও মনে লেগে থাকে তাহলে আমি দুঃখিত। আমি মহিলাদের অপমান করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমার নেত্রী, আমার মা, আমার স্ত্রী, আমার তিন কন্যা, আমার নাতনি- সবাই নারী। আমি কোনও নারীকে অসম্মান করিনি।’  তিনি জানান, মহিলাদের তিনি সম্মান করেন বলেই দুর্গা পুজো, কালী পুজো করেন। এ বিষয়ে তৃণমূলের অন্যান্য নেতারা ফিরহাদের পাশের দাড়িয়েছেন। ফিরহাদের সমর্থনে মদন মিত্র দাবি করেন, বিজেপিকে আক্রমণ করে ফিরহাদ কোনও দোষ করেননি।