• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মাফিয়া চরিত্রে অপরাজিতা

মাফিয়ার চরিত্রে এবার অপরাজিতা আঢ্য। বিপরীতে টক্কর নিতে পুলিশ অফিসার চরিত্রে বনি সেনগুপ্ত। আতাউল ইসলামের ছবি 'বানসারা'।

মাফিয়ার চরিত্রে এবার অপরাজিতা আঢ্য। বিপরীতে টক্কর নিতে পুলিশ অফিসার চরিত্রে বনি সেনগুপ্ত। আতাউল ইসলামের ছবি ‘বানসারা’। পুরুলিয়ার একটি জঙ্গলে ঘেরা গ্রাম ‘বানসারা’, যে-গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নামকরণ। বনদেবী এতটাই জাগ্রত যে,

অপরাধীদের নিজে হাতে ত্রিশূল দিয়ে বধ করেন। তাঁর ইচ্ছে, আদেশ, নির্ধারিত সিদ্ধান্ত সমস্ত কিছুই দেবী বড়মা মারফত পৌঁছে দেন সমস্ত গ্রামবাসীর কাছে। এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে। তাঁর নাম গৌরীকা দেবী। ইনি ‘বানসারা’র রক্ষক এবং একাধারে রাজনীতিবিদ। গৌরীকা দেবীর ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। অপরাজিতার কথায় ‘এই চরিত্রের মধ্যে অনেক শেডস রয়েছে। নেতিবাচকের মধ্যেই ইতিবাচক দিকও আছে। তাই চরিত্রটা করতে রাজি হয়েছি।’

এই গ্রামেই দেবীর হাতে ক্রমাগত খুন হতে থাকে, হতে থাকে বিভিন্ন ধরনের বেআইনি কাজ। সমস্ত বেআইনি কাজের সমাপ্তি ঘটানোর জন্য গ্রামে আসেন পুলিশ অফিসার অজিতেশ। পুলিশ অফিসারের ভূমিকায় বনি সেনগুপ্ত। নতুন পুরোনো মিলিয়ে অনেক অভিনেতা অভিনেত্রীকেই দেখা যাবে এই ছবিতে। কর্মসূত্রে পরিচালক আতাউল ছিলেন জেলার সাংবাদিক। কুসংস্কার কীভাবে মানুষের জীবন বদলে দেয় তা তিনি দেখেছেন। তাই দৈনন্দিন জীবনের গল্পই বলবে ‘বানসারা’। ডিসেম্বর মাসে শুরু হবে ছবির শুটিং।