• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ট্রাম্প সনাতন সমর্থক, ভারতকে ভালোবাসেন : বাবা রামদেব

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য মার্কিন মুকুলের দায়িত্ব সামলাবেন এই ধনকুবের।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য মার্কিন মুকুলের দায়িত্ব সামলাবেন এই ধনকুবের। ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন যোগগুরু বাবা রামদেব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘সনাতন সমর্থক’ ও ‘ভারতপ্রেমী’ বলে অভিহিত করেছেন যোগগুরু বাবা রামদেব।

রামদেব ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ মতাদর্শের প্রশংসা করে ভারতের জাতীয়তাবাদের সঙ্গে তুলনা করেন। তিনি বিশ্বাস করেন, এই মতাদর্শ ভারত-মার্কিন সম্পর্কের নতুন যুগের সূচনা করবে।

সাংবাদিকদের রামদেব বলেন, ডোনাল্ড ট্রাম্প সনাতনের সমর্থক এবং ভারতকে ভালবাসেন। ভারতে আমরা যেভাবে জাতীয়তাবাদকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, ডোনাল্ড ট্রাম্পের মতাদর্শও একই রকম এবং তাঁর কাছে আমেরিকাই প্রথম। বিশ্ব এখন এই ভাবনা নিয়ে এগোচ্ছে, যে যিনি নিজের জাতিকে সবার আগে রাখবেন, তিনি ইতিহাসকে চিহ্নিত করবেন। জাতীয়তাবাদের এই নতুন যুগকে স্বাগত। আমরা ট্রাম্পকে অভিনন্দন জানাই এবং তাঁর আদর্শ আমেরিকা ফার্স্ট একটি জয়। ট্রাম্পের কারণে ভারত-মার্কিন সম্পর্কের নতুন সূচনা হবে।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয় নিশ্চিত হতেই বুধবার ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দুপুরে সোশাল মিডিয়ায় ট্রাম্পের সঙ্গে তাঁর বেশ কিছু পুরনো ছবি পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি লেখেন, ‘আসুন আমরা একসঙ্গে কাজ করি।’ ঐতিহাসিক জয়ের জন্য ট্রাম্পকে শুভেচ্ছা জানান তিনি । ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আহ্বান জানান মোদী। পাশাপাশি বিশ্বে শান্তি বজায় রাখতে একত্রে কাজ করার কথাও বলেন।

প্রসঙ্গত, ২০১৬-২০ সালে ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বেশ কয়েকবার মোদীকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। শুধু তাই নয়, ২০২০ সালে দু’দিনের সফরে ভারতেও এসেছিলেন ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময়ও মোদীকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনে মোদীর বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।