• facebook
  • twitter
Friday, 8 November, 2024

নতুন থ্রিলার ‘তুরুপের তাস’

ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে দেবজিৎ হাজরা নির্দেশিত থ্রিলারধর্মী ছবি ‘তুরুপের তাস’। এতে সৌরভ দাস, রজতাভ দত্ত, শ্রেয়া ভট্টাচার্য, যুধাজিৎ সরকারকে দেখা যাবে।

ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে দেবজিৎ হাজরা নির্দেশিত থ্রিলারধর্মী ছবি ‘তুরুপের তাস’। এতে সৌরভ দাস, রজতাভ দত্ত, শ্রেয়া ভট্টাচার্য, যুধাজিৎ সরকার ছাড়াও দেখা যাবে একঝাঁক নতুন মুখকে। একজন সাধারণ মানুষ কী ভাবে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে ওঠে এবং সন্ত্রাসবাদী হিসাবে পরিচিত হয়— সেই গল্পই দর্শকদের সামনে তুলে ধরা হবে।

কয়েকটি ছেলেমেয়ে দলবেঁধে শর্ট ট্রিপে যাওয়ার পথে, ঘটনাক্রমে চুরি হয়ে যায় তাদের গাড়ি। এই গাড়িটিই পরে সেকেন্ডহ্যান্ড হিসাবে কেনেন গ্রামের এক সাধারণ ব্যবসায়ী মেহবুব খান (সৌরভ দাস)। শোরুমের লোকেরা নকল কাগজ তৈরি করে গাড়িটা মেহবুব খানকে বিক্রি করে দেয়। মেহবুব গাড়িটা নিয়ে রাস্তায় নামামাত্র, নাকা চেকিংয়ে আটক হয়। গাড়ি সার্চ করে তাতে একটি লাশ আর দুটো নিষ্ক্রীয় বোমা উদ্ধার হয়। মেহবুবকে টেররিস্ট সন্দেহে অ্যারেস্ট করেন আই পি এস রাজদীপ দত্ত (যুধাজিৎ সরকার)। পাঁচ বছর জেল হয়ে যায় মেহবুবের। এভাবেই সাধারণ একজন মানুষ শিকার হয়ে যান বৃহৎ এক চক্রান্তের। এই চক্রান্ত কার, কী তার অভিসন্ধি, ছবি যত এগোয় ততই সেই রহস্য ভেদ হতে থাকে। মেহবুবের চোখ দিয়ে অপরাধের কেন্দ্রে পৌঁছবে দর্শকরা।

এই প্রথমবার একজন সন্ত্রাসবাদীর চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। সঙ্গে রয়েছে এক রাজনীতিবিদের চরিত্রে রজতাভ দত্তর অভিনয়ের মুন্সিয়ানা। লকডাউনের সময় গল্পটি লেখেন নির্দেশক নিজেই। তখন থেকেই সৌরভকে এই চরিত্রে ভেবে রেখেছেন তিনি। ‘নিরপরাধ একজন মানুষের সন্ত্রসবাদী বলে চিহ্ণিত হওয়ার গল্প এটা। এই ছবিটি করার একটাই উদ্দশ্য যে, সাধারণ মানুষ জানেন না কখন কীভাবে তারা ফাঁদে পড়ে যাবেন, কী ভাবে ম্যানিপুলেট করা হবে তাদের। এই বাস্তবটাকেই তুলে ধরার চেষ্টা করেছি ছবিতে’, বললেন নির্দেশক দেবজিৎ হাজরা। সম্প্রতি ছবিটির টিজার ও মিউজিক লঞ্চ হয়ে গেল। প্রাঞ্জল দাসের সুরে ছবিতে গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, আলাপ, কাজল ও মাধুরী।