• facebook
  • twitter
Wednesday, 15 January, 2025

চোট সারিয়ে মাঠে নামতেই আবার চোট পেয়ে মাঠের বাইরে নেইমার

প্রতি সপ্তাহে নেইমারের আয় প্রায় ২২ কোটি ৬৮ লক্ষ টাকা। আগামী দিনে তাঁকে দলে রাখা হবে কি না তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। আল হিলালে আসার পর থেকে এখনও পর্যন্ত মাত্র সাতটি ম্যাচ খেলেছেন নেইমার।

ফের চোট পাওয়ার পর নেইমার।

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের খেলা দেখার জন্য মাঠে দর্শক আসেন। কিন্তু সেই নেইমারকে দেখতে না পেলে সবাই হতাশ হয়ে যান। খেলোয়াড়দের চোট-আঘাত একটা খেলার অংশের মধ্যেই পড়ে। সেই চোটের কারণে নেইমার বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে ছিলেন। কিন্তু মাঠে ফিরে আসার পরেও আবার চোট পেয়ে তাঁকে বিশ্রামে যেতে হয়েছে। মরশুমের বেশি সময়টাই মাঠের বাইরে থাকতে হল নেইমারকে। প্রায় এক বছর পর চোট সারিয়ে মাঠে ফিরে আবার চোট পেলেন নেইমার। ইউরোপিয়ান ফুটবল থেকে সরে এসেছেন। খেলেন সৌদি আরবের আল হিলালের হয়ে। এই বছর ডিসেম্বরের আগে তাঁর মাঠে ফেরা কঠিন।

গত সোমবার আল হিলালের হয়ে খেলতে নেমেছিলেন নেইমার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচে তাঁদের প্রতিপক্ষ ছিল ইরানের ক্লাব এস্টেঘলাল। এক বছর পর চোট সারিয়ে সেই ম্যাচে খেলতে নেমেছিলেন নেইমার। বার্সেলোনার প্রাক্তন ফুটবলারকে ৫৮ মিনিটে নামানো হয়েছিল। কিন্তু মাঠে ফেরাটা খুব সুখের হল না তাঁর জন্য। আবার চোট পান তিনি। আল হিলালের কোচ জর্জ জেসুস জানিয়েছেন আগামী দু’সপ্তাহ তাঁকে পাওয়া যাবে না। জেসুস বলেন, ‘খুব সাধারণ চোট নয়। পেশিতে চোট পেয়েছে নেইমার। হাঁটুতে কোনও সমস্যা নেই। দু’সপ্তাহ খেলতে পারবেন না।’ নেইমার বলেছেন, ‘আশা করছি বড় কিছু হয়নি। এক বছর খেলা থেকে দূরে থাকলে এমনটা হওয়া স্বাভাবিক। চিকিৎসকেরা আমাকে সাবধান করেছিলেন। আগামী দিনে মাঠে নামলে আমাকে আরও সচেতন থাকতে হবে।’

অন্য একটি সূত্রে খবর, নেইমারের চোট খুব একটা খারাপ নয়। সেই কারণে এখনই তাঁকে সৌদি প্রো লিগের দ্বিতীয় পর্বের জন্য নাম অন্তর্ভুক্ত করবে না আল হিলাল। সৌদি প্রো লিগের জন্য ১০ জন বিদেশি ফুটবলারকে সই করাতে পারে ক্লাবগুলি। আল হিলাল ইতিমধ্যেই ১০ জনকে নিয়ে নিয়েছে। নেইমারের সঙ্গে আল হিলালের ২০২৫ পর্যন্ত চুক্তি রয়েছে।

প্রতি সপ্তাহে নেইমারের আয় প্রায় ২২ কোটি ৬৮ লক্ষ টাকা। আগামী দিনে তাঁকে দলে রাখা হবে কি না তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। আল হিলালে আসার পর থেকে এখনও পর্যন্ত মাত্র সাতটি ম্যাচ খেলেছেন নেইমার। নেইমারের চোটের কারণে যে আল হিলাল দল বেশ চাপে পড়ে গিয়েছে, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই।