• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিজেপি প্রধানের গাড়ি থেকে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী

নদিয়ার রানাঘাট-২ ব্লকের বহিরগাছি এলাকায় বিজেপির পঞ্চায়েত প্রধানের গাড়ি থেকে বাংলাদেশি এক মহিলা অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়।

তৃণমূলের বিরুদ্ধে বারংবারই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার অভিযোগ তোলে বিজেপি। যদিও রাজ্যের শাসকদল স্পষ্ট জানিয়ে দিয়েছে, সীমান্ত দেখভালে দায়িত্ব বিএসএফের। বিএসএফের আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। দিন কয়েক আগেও রাজ্যে এসে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সুর চড়ান অমিত শাহ। আর এই পরিস্থিতিতে বিজেপি প্রধানের গাড়ি থেকে গ্রেপ্তার করা হল বাংলাদেশি অনুপ্রবেশকারীকে।

নদিয়ার রানাঘাট-২ ব্লকের বহিরগাছি এলাকায় বিজেপির পঞ্চায়েত প্রধানের গাড়ি থেকে বাংলাদেশি এক মহিলা অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। বহিরগাছির বিজেপি প্রধানের গাড়িতে করে বুধবার কয়েকজন যাচ্ছিলেন। সেই সময় নদিয়ার ধানতলার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই গাড়ি দাঁড় করায়। শুরু হয় তল্লাশি।

পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত প্রধানের গাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে এক মহিলার কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না। এরপর সন্দেহ হলে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে জানা যায়, গাড়িতে থাকা ওই মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী। এরপরই ধানতলা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

এই প্রসঙ্গে রানাঘাট উত্তর-পূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস বলেন, এই ব্যাপারে সঠিক কিছু জানা নেই। তবে যদি এমন ঘটনা ঘটে থাকে, আইন আইনের পথে চলবে। প্রাক্তন তৃণমূল বিধায়ক সমীরকুমার পোদ্দার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেন, বিজেপি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করায়। এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছি।