• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিপদে বাদশা! সলমনের পর এবার হুমকি শাহরুখ খানকে

সলমন খানের এবার হুমকি দেওয়া হল শাহরুখ খানকে। বৃহস্পতিবার বান্দ্রা পুলিশ স্টেশনে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এবার কি বিপদে বাদশা? সলমন খানের এবার হুমকি দেওয়া হল শাহরুখ খানকে। বৃহস্পতিবার বান্দ্রা পুলিশ স্টেশনে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ছত্তিশগড় থেকে ফোনে হুমকি দেওয়া হয়েছে, মুম্বই পুলিশ সূত্রে এমনটাই খবর।

পুলিশি তদন্তে উঠে এসেছে, ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। ফৈজান খান নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে। সম্ভবত ওই ব্যক্তির ফোন থেকেই হুমকি দেওয়া হয়েছে। ফৈজান নিজে হুমকি দিয়েছে না তাঁর ফোন থেকে অন্য কেউ হুমকি দিয়েছে, তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।

সূত্রের খবর, হুমকি বার্তা বলা হয়েছে, কয়েকটি কোটি টাকা না দিলে শাহরুখ খানের ক্ষতি করা হবে।  ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিয়োগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই মহারাষ্ট্র পুলিশ ছত্তিশগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

গত বছর অক্টোবরে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলিউড অভিনেতা শাহরুখ খানকে। পাঠান ও জওয়ানের সাফল্যের পরই প্রাণনাশের হুমকি পান বাদশা। মুম্বই পুলিশে দ্বারস্থ হন তিনি। তার পর তাঁর নিরাপত্তা বাড়ানো হয়। ২০২৩ এর অক্টোবর থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন শাহরুখ। সারাদিন তাঁকে ঘিরে থাকে ৬ সশস্ত্র নিরাপত্তা রক্ষী। এর আগে তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিল দুই সশস্ত্র নিরাপত্তা রক্ষী।

বলিউড অভিনেতাদের প্রাণনাশের হুমকি পাওয়ার বিষয়টি অবশ্য নতুন নয়। এর আগে অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, করণ জোহার, সঞ্জয় দত্ত এবং কঙ্গনা রানাওয়াতের অভিনেতা-অভিনেত্রীরা প্রাণনাশের হুমকি পেয়েছেন।

মাসখানের ধরেই হুমকি পাচ্ছেন সলমন খান। সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগ বুধবাররই গ্রেপ্তার হন এক ঝালাইকর্মী। রাজস্থানের বাসিন্দা ওই যুবক কর্মসূত্রে কর্নাটকে থাকতেন। কর্নাটক থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম বিখারাম। ওই যুবক গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সঙ্গে যুক্ত কি না, তা এখনও জানা যায়নি।

মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোল সেল লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের নাম করে হুমকি বার্তা পাঠানো হয় সোমবার। সেই হুমকি বার্তায় লেখা ছিল, সলমন খান যদি বেঁচে থাকতে চান, তাহলে তিনি আমাদের মন্দিরে গিয়ে ক্ষমা চান অথবা ৫ কোটি টাকা দিন। এটা না করলে সলমন খানকে মেরে ফেলবে তারা। এই হুমকি দেওয়ার অভিযোগেই বিখারামকে গ্রেপ্তার করা হয়েছে।