• facebook
  • twitter
Saturday, 26 April, 2025

২০৩৬ অলিম্পিকের জন্যে লিখিত আবেদন করল আইওএ

যে যে দেশ ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের জন্য আবেদন করেছে, সেই দেশগুলির মধ্যে থেকে বেছে নেওয়া হবে আয়োজককে। তবে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা দেখবে কোন দেশ অলিম্পিক্স আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে যোগ্য।

প্রতীকী চিত্র

প্যারিস অলিম্পিকে ভারতীয় দলের সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মাটিতে অলিম্পিক্স আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তখনই তিনি বলেছিলেন অলিম্পিক আয়োজনে কি ধরনের পদক্ষেপ দেওয়া হয় সে বিষয়ে ওয়াকিবহাল হওয়ার প্রয়োজন রয়েছে যাতে ভারত আলিম্পিক্সের আয়োজনে সারা বিশ্বে নাম লেখাতে পারে।

তাই ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের দাবি জানাল ভারতীয় অলিম্পিক্স সংস্থা (আইওএ)। লিখিত ভাবে আবেদন জানানো হয়েছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, ১ অক্টোবর আইওএ লিখিত ভাবে অলিম্পিক্স আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছে। গত বছর প্রধানমন্ত্রী প্রথম বার ভারতের অলিম্পিক্স আয়োজনের কথা বলেছিলেন। তার পরেই শুরু হয়েছিল প্রস্তুতি।

তবে ভারত আবেদন করলেই অলিম্পিক্স আয়োজনের অনুমতি পাবে এমন নয়। কারণ ভারত ছাড়াও ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করার দৌড়ে রয়েছে সৌদি আরব, কাতার, মেক্সিকো, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, মিশর, দক্ষিণ কোরিয়া এবং তুরস্ক।

২০২৮ সালের অলিম্পিক্স হবে আমেরিকার লস অ্যাঞ্জেলসে। ২০৩২ সালের অলিম্পিক্স আয়োজনের অধিকার পেয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রধান থমাস বাক জানিয়েছেন, ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করতে চেয়ে অনেকগুলি শহর আবেদন করেছে।

বিভিন্ন সময়ে মোদীকে বলতে শোনা গিয়েছিল ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করার কথা। প্রধানমন্ত্রী বলেছিলেন, “২০৩৬ সালে ভারতের মাটিতে অলিম্পিক্স আয়োজন করার চেষ্টায় আমরা কোনও খামতি রাখব না। ১৪০ কোটি ভারতীয়ের এটা বহু দিনের স্বপ্ন।”

যে যে দেশ ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের জন্য আবেদন করেছে, সেই দেশগুলির মধ্যে থেকে বেছে নেওয়া হবে আয়োজককে। তবে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা দেখবে কোন দেশ অলিম্পিক্স আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে যোগ্য। তার পর সিদ্ধান্ত নেওয়া হবে।