• facebook
  • twitter
Wednesday, 6 November, 2024

বিধানসভা ২৫ নভেম্বর

কেন্দ্রীয় বাহিনীর দেহরক্ষীদের নিয়ে বিধানসভায় ঢুকতে গিয়ে বাধা পান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও অশোক ডিন্ডা। বিধানসভার নিরাপত্তারক্ষীরা তাঁদের জানান, কেন্দ্রীয় বাহিনীর দেহরক্ষীদের নিয়ে প্রবেশ করার ক্ষেত্রে অধ্যক্ষের একটি নির্দেশিকা রয়েছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা। ফাইল চিত্র

২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। মঙ্গলবার এ কথা জানালেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিমান। সেখানেই তিনি বলেন, ”২৫ তারিখ থেকে আমাদের অধিবেশন হবে। অধিবেশন ১০-১১ দিন পর্যন্ত চলতে পারে। এ বারের অধিবেশনে আমাদের বহু গুরুত্বপূর্ণ বিজ়নেস রয়েছে। বিজ়নেস অ্যাডভাইজ়রি কমিটিতে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। সেই আলোচনায় কর্মসূচি সাজানো হবে।”

এদিন বিমান বন্দ্যোপাধ্যায় জানান, অধিবেশনের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। তারিখ নিয়ে মুখ্যমন্ত্রী সম্মত হয়েছেন। পুজোর আগে বিধানসভায় এক দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। এই অধিবেশনেই অপরাজিতা বিল পাশ করিয়েছিল রাজ্য সরকার। ধর্ষণ করে খুনের ঘটনায় কড়া শাস্তি দিতে এই বিলটি পাশ করা হয়েছিল। এরপর অনুমোদনের জন্য বিলটি রাজ্যপালের কাছে পাঠানো হলে তিনি সেটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও গণপিটুনি বিল নিয়েও বিমানকে প্রশ্ন করা হয়। তিনি জানান, এই বিল সংক্রান্ত বিষয় তিনি কিছুই জানেন না। এই সংক্রান্ত বিষয় সবার আগে বিধানসভার জানা উচিত বলে দাবি করেন অধ্যক্ষ।

মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনীর দেহরক্ষীদের নিয়ে বিধানসভায় ঢুকতে গিয়ে বাধা পান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও অশোক ডিন্ডা। বিধানসভার নিরাপত্তারক্ষীরা তাঁদের জানান, কেন্দ্রীয় বাহিনীর দেহরক্ষীদের নিয়ে প্রবেশ করার ক্ষেত্রে অধ্যক্ষের একটি নির্দেশিকা রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মার্শাল দেবব্রত মুখোপাধ্যায় এসে ওই দুই বিজেপি বিধায়ককে অধ্যক্ষের নির্দেশিকাটি দেখান। তারপর দেহরক্ষীদের বাইরে রেখে বিধানসভায় প্রবেশ করেন শঙ্কর ও অশোক।