• facebook
  • twitter
Friday, 22 November, 2024

যক্ষ্মা শীর্ষস্থানীয় সংক্রামক রোগ হিসাবে ফিরছে

এই সংক্রমণের হিসাবটি কোভিডের সঙ্গে তুলনীয় নয়, গত বছর যক্ষ্মার কারণে প্রায় ১.২৫ মিলিয়ন মানুষ মারা গেছে। বিশ্ব জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ টিবি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

প্রতীকী চিত্র

ওয়ার্ল্ড হেলথ অর্গ্যানাজেশনের সাম্প্রতিক রিপোর্ট বলছে, বিশ্বের ৮.২ মিলিয়ন মানুষ নতুন করে টিউবারকিউলোসিস রোগে আক্রান্ত হয়েছে। টিবি আক্রান্তরা মূলত পৃথিবীর ২৬টি দেশের নাগরিক। পরিসংখ্যান বলছে, ভারতে টিবি রোগীর সংখ্যা ২৬ শতাংশ।

অক্টোবরের শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও) দ্বারা প্রকাশিত গ্লোবাল টিউবারকিউলোসিস রিপোর্ট ২০২৪ অনুসারে, ২০২৩ সালে প্রায় ৮.২ মিলিয়ন মানুষ নতুন করে যক্ষ্মা (টিবি) রোগে আক্রান্ত হয়েছিলেন। ১৯৯৫ সালে ডাব্লুএইচও বিশ্বব্যাপী পর্যবেক্ষণ শুরু করার পর থেকে রেকর্ড করা সর্বোচ্চ সংখ্যা এটিই। ২০২২ সালে রিপোর্ট করা ৭.৫ মিলিয়ন কেসের তুলনায় প্রায় ৯ শতাংশ বৃদ্ধি হয়েছে, যার ফলে ২০২৩ সালে যক্ষ্মা, শীর্ষ সংক্রামক রোগ হিসাবে ফিরে আসে।

যদিও এই সংক্রমণের হিসাবটি কোভিডের সঙ্গে তুলনীয় নয়, গত বছর যক্ষ্মার কারণে প্রায় ১.২৫ মিলিয়ন মানুষ মারা গেছে। বিশ্ব জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ টিবি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই রোগের উপসর্গগুলি নির্ভর করে শরীরের কোন অংশ টিবিতে আক্রান্ত তার উপর। যদিও টিবি সাধারণত ফুসফুসকে প্রভাবিত করে, এটি কিডনি, মস্তিষ্ক, মেরুদণ্ড এবং ত্বককেও প্রভাবিত করতে পারে।