নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনৎ দে–র সমর্থনে বার্তা দিলেন কলকাতার প্রধান তিন ক্লাবের কর্তারা। মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তারা সনতের প্রশংসা করেছেন। পাশাপাশি তালিকায় ছিলেন আইএফএ সচিবও। এই সব বার্তা একত্র করে সোমবার দুপুরে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য, আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ–খুনের পর মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানের সমর্থকরা একসঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়েছিলেন। আরজি কর আবহেই গত ১৮ আগস্ট ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল–মোহনবাগানের বড় ম্যাচ করার অনুমতি বাতিল করেছিল বিধাননগর কমিশনারেট। কারণ পুলিশের কাছে খবর ছিল, মাঠে ও গ্যালারিতে আরজি করের ঘটনার প্রতিবাদ হতে পারে। এই কারণে ম্যাচ চলাকালীন বিশৃঙ্খলা এড়াতে ম্যাচ বাতিল করা হয়। ম্যাচ বাতিল হওয়ার প্রধান তিন দলের সমর্থকরা যুবভারতীর সামনে জমায়েত করে প্রতিবাদে শামিল হন। সেখানে লাঠি চার্জ করে পুলিশ। বড় ম্যাচ এভাবে বাতিল করার পুলিশ প্রশাসনের সমালোচনায় সরব হয়েছিল ফুটবলপ্রেমীরা। এই ‘ক্ষত’ মেরামত করতেই সনতের পক্ষে বার্তা দেওয়া হয়ে থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। শুধু প্রধান তিন ক্লাবের কর্তারা নন, রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ–ও সনতের পক্ষে বার্তা দিয়েছেন।
প্রসঙ্গত, কলকাতা ময়দানের তিনটি বড় ক্লাবের সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক রয়েছে। আইএসএল খেলা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তিনটি ক্লাবের কর্তারা মমতার সঙ্গে নিয়মিত যোগাযোগে থাকেন। কিন্তু সরাসরি এভাবে প্রার্থীর সমর্থনে বার্তা দেওয়ার নজির নেই বললেই চলে। এ বিষয়ে তৃণমূল প্রার্থী সনৎ দে বলেন, ‘কোনও ক্ষতে প্রলেপ দেওয়া বা ক্ষত মেরামত করার বিষয় নেই। আরজি করের ঘটনা একটি সামাজিক অপরাধ। তার বিরুদ্ধে আমরাও রাস্তায় নেমেছি।’
নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগ-সহ আইএফএ-র অনেক টুর্নামেন্টের খেলা হয়। মাঠ-ময়দানের সঙ্গে জড়িতদের একাংশ বলেন, ওই স্টেডিয়ামের উন্নতির স্বার্থে নৈহাটির তৃণমূল নেতা তথা উপনির্বাচনের প্রার্থী সনতের ভূমিকা যথেষ্ট প্রশংসনীয়। ভোটের আগে সেই সনতের হয়ে বার্তা দিয়েছেন তিন প্রধানের কর্তা এবং আইএফএ সচিব। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, ‘সনৎ দে একজন দক্ষ সংগঠক। মাঠে প্র্যাক্টিস, ম্যাচ ইত্যাদি বিষয়ে ওর কাছে সাহায্য চাওয়া হলে আমরা পেয়েছি।’
মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত বলেন, ‘যতবার মোহনবাগান নৈহাটি স্টেডিয়ামে খেলতে গিয়েছে ততবার তাঁর সাহায্য পেয়েছি। উনি একজন দক্ষ ক্রীড়া সংগঠক। যেভাবে উনি নৈহাটি স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ করেন তা দেখবার মতো।’ আইএফএ সচিবের কথায়, ‘সনৎবাবু একজন দুর্দান্ত কাজের মানুষ। ফুটবলের ব্যাপারে আমি তাঁর কাছ থেকে যা সাহায্য পেয়েছি তার কোনও প্রশংসাই যথেষ্ট নয়।’ পাশাপাশি ভিডিওর একেবারে শেষে প্রাক্তন ভারতীয় ফুটবলার সংগ্রাম মুখার্জি বলেন, ‘উনি মানুষের খুব কাছের। আমি চাই উনি বিপুল ভোটে জয়ী হোক।’ সকলের বার্তা পেয়ে সনৎ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।