আগ্রায় ভয়াবহ দুর্ঘটনার কবলে একটি যুদ্ধ বিমান। সোমবার ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২৯ ভেঙে পড়ে আগ্রার কাছাকাছি এলাকায়। বিমানটি মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তবে আগুন ধরার আগেই যুদ্ধবিমানের পাইলট সফলভাবে নিরাপদে বেরিয়ে আসেন।
জানা গিয়েছে, বিমানটি পাঞ্জাবের আদমপুর থেকে আকাশে ওড়ে। এবং রুটিন মহড়ার জন্য সেটি আগ্রার দিকে যাচ্ছিল। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা এই দুর্ঘটনাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বিমানটি মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চোখের পলকে আগুনের গোলায় পরিণত হয়। বিকেল ৪টার সময়ে ঘটে যাওয়া এই বিমান দুর্ঘটনায় বিস্ফোরণের শব্দ বহু দূর পর্যন্ত শোনা যায়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ কর্মী, আইএএফ অফিসার এবং দমকল বাহিনী। সেই সঙ্গে প্রচুর গ্রামবাসী সেখানে এসে ভিড় করে।
একজন প্রতিরক্ষা মুখপাত্রের মতে, ‘সিস্টেমে ত্রুটির কারণে আজ আগ্রার কাছে ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২৯ যুদ্ধ বিমান রুটিন প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়। পাইলট নিরাপদে বের হয়ে আসার আগে মাটিতে জীবন বা সম্পত্তির কোনও ক্ষতি রোধ করতে বিমানটি নিয়ন্ত্রণ করেন।’
এদিকে দুর্ঘটনার কারণ জানার জন্য আইএএফ তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, এই প্রশিক্ষণ বিমানটি জলন্ধরের কাছে অবস্থিত আদমপুর বিমান ঘাঁটি থেকে যাত্রা শুরু করে। পাইলটের চিকিৎসার জন্য আগ্রার কাছে একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভাইরাল ফুটেজে থেকে দেখা গিয়েছে, ক্ষেতের ধ্বংসাবশেষ থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে।
প্রসঙ্গত গত সেপ্টেম্বরে একই ধরনের আরও একটি দুর্ঘটনা ঘটে। পরে রাজস্থানের বারমেরের উত্তরলাইতে আরেকটি মিগ-২৯ প্রযুক্তিগত ত্রুটির কারণে ভূপতিত হয়েছিল। সেবারও বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগে পাইলট নিরাপদে বেরিয়ে এসেছিলেন।