তিন রাজ্যের ১৪টি আসনে বিধানসভা উপনির্বাচনের দিন পরিবর্তন করল জাতীয় নির্বাচন কমিশন। ওই ১৪টি আসনে ১৩ নভেম্বর উপনির্বাচন হওয়ার কথা ছিল। উৎসবের কথা উল্লেখ করে বিভিন্ন রাজনৈতিক দল দিন পরিবর্তনের আবেদন জানায় কমিশনের কাছে। তাদের দাবি মেনে ওই আসনগুলিতে ২০ নভেম্বর ভোট হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
১৫ অক্টোবর দেশের ৪৮টি বিধানসভা ও ২টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। মহারাষ্ট্রের নানদেদ লোকসভা এবং কেদারনাথ বিধানসভা বাদে বাকি ৫০টি কেন্দ্রে ১৩ নভেম্বর উপনির্বাচন হবে বলে জানানো হয়। ভোট গণনার জন্য ২৩ নভেম্বরকে বাছা হয়। গোটা নির্বাচন প্রক্রিয়া শেষের তারিখ ছিল ২৫ নভেম্বর।
সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়েছে, বিভিন্ন স্বীকৃত জাতীয় এবং আঞ্চলিক রাজনৈতিক দল (বিজেপি, কংগ্রেস, বিএসপি, আরএলডি প্রভৃতি) এবং কিছু সংস্থা উৎসবের কারণে বেশ কিছু কেন্দ্রে উপনির্বাচনের তারিখ পরিবর্তনের আবেদন জানায়। সমস্ত দিক বিবেচনা কমিশন সিদ্ধান্ত নিয়েছে, ১৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ১৩ নভেম্বরের পরিবর্তে ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
নির্বাচনের দিনক্ষণ পরিবর্তিত হলেও কেরল, পঞ্জাব এবং উত্তর প্রদেশের এর ১৪টি বিধানসভা কেন্দ্রে গণনার তারিখ পরিবর্তিত হয়নি। ২৩ নভেম্বরই গণনা হবে। আর ২৫ নভেম্বরের মধ্যে ভোট প্রক্রিয়া সমাপ্ত হবে।
কোন রাজ্যের কোন কেন্দ্রে দিনক্ষণ পরিবর্তিত হল – পালাক্কাড (কেরল), ডেরা বাবা নানক (পঞ্জাব), ছাবেওয়াল (পঞ্জাব), গিদ্দারবাহা (পঞ্জাব), বার্নালা (পঞ্জাব), মীরাপুর (উত্তর প্রদেশ), কুন্দরকি (উত্তর প্রদেশ), গাজিয়াবাদ (উত্তর প্রদেশ), খায়ের (উত্তর প্রদেশ), কারহাল (উত্তর প্রদেশ), সিশামাউ (উত্তর প্রদেশ), ফুলপুর (উত্তর প্রদেশ), কাতেহারি (উত্তর প্রদেশ), মাঝাওয়ান (উত্তর প্রদেশ)।