রাজধানীতে কিছুদিন দূষণ নিয়ন্ত্রণে থাকার পর ফের তা মাথা চাড়া দিয়ে উঠেছে। বুধবার ভাের থেকেই ধোঁয়াশার চাদরে ঢেকে গিয়েছে দিল্লি । বাতাসের মান পৌঁছে গেছে সিভিয়ার ক্যাটাগরিতে। বুধবারই তা সর্বোচ্চ ইমার্জেন্সি পর্যায় পৌছে যেতেও পারে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসাব বলছে, বুধবার ছ’টা নাগাদ লােধি রােড এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৫০০। নয়ডায় তা ছিল ৪৭২। মঙ্গলবার দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স বিকেল চারটেয় ছিল ৪২৪ ও রাত ন’টায় ছিল ৪৩৭। সােমবার বিকেল চারটের সময় তা ছিল ৪৩০।
আগামী দু’দিনও রাজধানীর দূষণ মাত্রা একই রকম থাকবে বলে মনে করা হচ্ছে। তারপর থেকে কিছুটা কমতে পরে দুষণের মাত্রা। তবে তা কমেও থাকবে ‘পুওর’ ক্যাটাগরিতে।
পাঞ্জাব ও হরিয়ানায় খড় পােড়ানাে গত কয়েকদিনে আরও বেড়েছে। এছাড়া দিল্লির নিজস্ব দুষণ তাে আছেই। সব মিলিয়ে ফের দূষণ-বিষে হাঁসফাস করছে দিল্লি ও সংলগ্ন এলাকা। এদিকে দিল্লি ও এনসিআর-এ দুষণের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে নােটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।