• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সিরিজ হারালেন রোহিতরা

প্রথম সারির ব্যাটসম্যানদের অনেক বেশি সতর্ক হয়ে খেলতে হয়। টেস্ট ম্যাচে ক্রিকেটাররা যদি একদিনের ম্যাচের মতো খেলতে থাকেন, সেক্ষেত্রে দলকে অসুবিধার মধ্যে পড়তে হয়।

ভারতের অধিনায়ক রোহিত শর্মার সময়টা একেবরেই ভালো যাচ্ছে না। শুধু ব্যর্থতাই গ্রাস করছে রোহিতকে। নিউজিল্যান্ডের কাছে পরপর তিনটি ম্যাচ হারতে হয়েছে নিউজিল্যান্ডের কাছে। এর আগে ঘরের মাঠে টানা তিনটি ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করতে হয়নি রোহিতকে। তিনি ঘরের মাঠে ১৫টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন। হার মাত্র চারটি টেস্ট ম্যাচে। তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে রোহিত বড় রান করতে পারেননি। এই বিষয়টি রোহিতকে ভাবাচ্ছে। নিউজিল্যান্ডের কাছে প্রথম অধিনায়ক হিসেবে ৩-০ ব্যবধানে হারের নজির গড়লেন।

অস্ট্রেলিয়া সফরের আগে রোহিতের পাশে বিরাট কোহলির ব্যাট কথা বলছে না। সেইভাবে কোনও রান নেই কোহলির ব্যাটে। এই চিন্তা রোহিতকে ভাবাচ্ছে। একটা আতঙ্ক তৈরি হয়েছে অস্ট্রেলিয়া সফরে। এটা ঠিক সিনিয়র ক্রিকেটাররা যদি রান না পান, তাহলে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা কিছুটা পিছিয়ে পড়েন। একটু চাপে পড়ে যান। তাই প্রথম সারির ব্যাটসম্যানদের অনেক বেশি সতর্ক হয়ে খেলতে হয়। টেস্ট ম্যাচে ক্রিকেটাররা যদি একদিনের ম্যাচের মতো খেলতে থাকেন, সেক্ষেত্রে দলকে অসুবিধার মধ্যে পড়তে হয়। এখন তো পাঁচ দিনের টেস্ট ম্যাচ তিনদিনে শেষ হয়ে যাচ্ছে। টেস্ট খেলায় যে দায়িত্ববোধ তা হারিয়ে ফেলছেন ক্রিকেটাররা।

তবে অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, যে ঘটনা ঘটে গেছে, তা নিয়ে বেশিক্ষণ চর্চা করা ঠিক হবে না। ভুলত্রুটিগুলি শুধরে নিতে হবে। তাহলে অস্ট্রেলিয়া সফরে ঘুরে দাঁড়াতে সাহস পাওয়া যাবে। আর সেদিকে ফোকাস থাকবে দলের প্রত্যেকের।