• facebook
  • twitter
Tuesday, 5 November, 2024

আজিমগঞ্জে দুই গোষ্ঠীর বিবাদে গুলি

গুলির শব্দ পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। তাঁদের ভয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর বিবাদের জেরে এই দ্বন্দ্বের সূত্রপাত।

প্রতীকী চিত্র

জুয়ার ঠেকের বখরা নিয়ে মুর্শিদাবাদে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। তার জেরে গুলি বিনিময়। শনিবার গভীর রাতে আজিমগঞ্জ স্টেশনের কাছে ঘটেছে এই ঘটনা। ওই দুই গোষ্ঠীর মধ্যে বখরা নিয়ে ঝামেলার জেরে এই সংঘর্ষ বাধে বলে সূত্রের খবর। স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল ওই দুষ্কৃতীদের মধ্যে। এদিন তা চূড়ান্ত আকার ধারণ করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন লালু যাদব নামে এক দুষ্কৃতীকে ফোন করে ডাকে অপর দলের দুষ্কৃতীরা। লালু ফোন পেয়ে গভীর রাতে আজিমগঞ্জ স্টেশন সংলগ্ন তৃণমূল পার্টি অফিসে আসেন। সেখানে তাঁর সঙ্গে পাওনাগণ্ডা নিয়ে শুরু হয় ঝামেলা। তাঁকে লক্ষ্য করে গালিগালাজ শুরু করে বিরোধী গোষ্ঠী। এরপর তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে অপর এক গোষ্ঠী। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। যার ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান লালু।

এদিকে গুলির শব্দ পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। তাঁদের ভয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর বিবাদের জেরে এই দ্বন্দ্বের সূত্রপাত। অভিযুক্ত এক ব্যক্তির বাবার তেলেভাজার দোকান ছিল আজিমগঞ্জ স্টেশনের পাশেই। কিন্তু সেই দোকানে আগুন লাগিয়ে দেন স্থানীয় বাসিন্দারা।

যদিও স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তির দাবি, ওই দোকানে অবৈধভাবে জুয়ার বোর্ড বসিয়েছিল দুষ্কৃতীরা। সেই জুয়ার টাকা নিয়ে গন্ডগোলের জেরেই বাধে এই সংঘর্ষ। এদিন গুলি চালানোর ঘটনায় জিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন লালু। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।