• facebook
  • twitter
Thursday, 14 November, 2024

দুয়ারে শীত! আগামী সপ্তাহ থেকেই কমবে তাপমাত্রা

হাওয়া অফিস জানিয়েছে, শীতের জন্য আর খুব একটা অপেক্ষা করতে হবে না রাজ্যবাসীকে। আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে নামবে তাপমাত্রা।

সকালের দিকে হালকা কুয়াশা, তারপর বেলা বাড়লেই প্যাচপ্যাচে গরম। রোদের তেজে দুপুর বেলা বাইরে বেরোনোই একপ্রকার দুষ্কর হয়ে পড়ছে। সকলের মনে একটাই প্রশ্ন, নভেম্বর তো পড়ে গেল, কবে শীত পড়বে রাজ্যে ? কালী পুজো পেরিয়ে গেলেও বাংলায় শীতের দেখা নেই। এরই মধ্যে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস জানিয়েছে, শীতের জন্য আর খুব একটা অপেক্ষা করতে হবে না রাজ্যবাসীকে। আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে নামবে তাপমাত্রা। এক ধাক্কায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। বেশ কয়েকটি জেলায় পারদ ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ভিজতে পারে উত্তর। আজ, রবিবার ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই তবে আজ থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হতে পারে।

আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আকাশ ঝলমলে থাকবে। গরম আগের চাইতে কিছুটা কমবে। রাতের দিকে ঠান্ডা অনুভূত হবে। দক্ষিণের বেশ কিছু জেলায় সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। একই সঙ্গে আবহাওয়াবিদরা জানিয়েছেন, রাজ্যে এবার জাঁকিয়ে  শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার হার ৬০ থেকে ৮০ শতাংশের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।