• facebook
  • twitter
Saturday, 2 November, 2024

‘জঙ্গিদের মারা উচিত নয়, বদলে…’, ফারুক আবদুল্লার মন্তব্যে শোরগোল

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুকের মতে, ধৃত জঙ্গিদের জেরা করে হামলার পিছনে কারা যুক্ত, তা সহজেই চিহ্নিত করা সম্ভব।

‘জঙ্গিদের মেরে ফেলার বদলে আটক করা উচিত। তাহলে সহজেই হামলার মূলচক্রীদের সন্ধান পাওয়া যাবে।’ জম্মু-কাশ্মীরের সাম্প্রতিক জঙ্গি হামলা নিয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লার মন্তব্যে তুমুল শোরগোল। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুকের মতে, ধৃত জঙ্গিদের জেরা করে হামলার পিছনে কারা যুক্ত, তা সহজেই চিহ্নিত করা সম্ভব।

বুদগাম জঙ্গি হামলার তদন্ত দাবি করেছেন ফারুক আবদুল্লা। তিনি সন্দেহ প্রকাশ করেছেন, জম্মু-কাশ্মীর সরকারকে বিপাকে ফেলতে এই ধরনের ঘটনা ঘটানো হতে পারে।

ফারুক আবদুল্লা বলেন, এটার তদন্ত হওয়া উচিত। নতুন সরকার আসার পরই কেন এই ধরনের ঘটনা ঘটছে? আমার মনে যারা সরকারকে বিপাকে ফেলতে চায়, তারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। যদি ওদের (জঙ্গি) ধরা হয়, তাহলে আমরা জানতে পারব কারা সরকারলে কালিমালিপ্ত করতে চায়। ওদের মারা উচিত নয়, ওদের ধরে জিজ্ঞাসাবাদ করা উচিত। আমাদের দেখা উচিত ওমর আবদুল্লাকে কালিমালিপ্ত করতে কোনও এজেন্সি কাজ করছে কি না।

পাকিস্তানের জঙ্গি-যোগ নিয়ে ফারুক বলেন, প্রতিটি ঘটনার উপযুক্ত তদন্ত হওয়া উচিত। জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুকের মন্তব্য নিয়ে এনসিপি নেতা শরদ পাওয়ার বলেছেন, ফারুক আবদুল্লার মন্তব্য গুরুত্ব সহকারে বিচার করা উচিত কেন্দ্রের।

মহারাষ্ট্রের বারামতীতে শরদ পাওয়ার বলেন, ফারুক আবদুল্লা জম্মু-কাশ্মীরের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি জম্মু-কাশ্মীরবাসীর জন্য জীবনের অনেকটা সময় ব্যয় করেছেন। যদিও এই ধরনের নেতা স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ে কোনও মন্তব্য করেন, তাহলে অবশ্যই কেন্দ্রীয় সরকারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। এই ধরনের ঘটনা সম্ভাব্য সমাধান নিয়েও ভাবনাচিন্তা করা উচিত।

জম্মু-কাশ্মীর বিজেপি সভাপতি রবিন্দর রায়না বলেন, ফারুক আবদুল্লা জানেন জঙ্গিরা পাকিস্তান থেকে আসছে। এটা কারোরই অজানা নয়। এ নিয়ে তদন্ত করার কী আছে? তিনি ভালোমতোই জানেন, জম্মু-কাশ্মীরে যে সমস্ত জঙ্গি হামলার ঘটনা ঘটছে, তাতে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি যুক্ত রয়েছে। আমাদের পুলিশ, সেনা এবং নিরাপত্তা বাহিনীকে সমর্থন করা উচিত। মানবতার শত্রু যারা, তাদের বিরুদ্ধে জোট বেধে লড়াই করা উচিত।