• facebook
  • twitter
Saturday, 2 November, 2024

অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত দুই জঙ্গি

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের হল্কান গলি এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল দুই জঙ্গির। শনিবার সকালের ঘটনা।

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের হল্কান গলি এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল দুই জঙ্গির। শনিবার সকালের ঘটনা। এদিন হল্কান এলাকায় অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। সেই অভিযানেই দুই জঙ্গি নিহত হয়েছেন বলে খবর।

শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের আরও একটি জায়গায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। শ্রীনগরের খানিয়ার এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি চালায় সেনাবাহিনী। সেখানে সেনা ও বাহিনীর মধ্যে গুলির লড়াইও চলে।

বিধানসভা নির্বাচনের পর জম্মু ও কাশ্মীরে একাধিক জঙ্গি কার্যকলাপের ঘটনা ঘটছে। সেনার গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। আবার সাধারণ মানুষের উপরও হামলা হয়েছে। শুক্রবার বদগাঁওতে ভিন রাজ্যের দুই শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তারপর থেকেই জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

সেনা সূত্রে খবর, জঙ্গিরা হামলার পর নিকটবর্তী একটি জঙ্গলে আশ্রয় নিয়েছিল। পরে নিরাপত্তা বাহিনী খবর পায়, নগরের খানিয়ারে একদল জঙ্গি আশ্রয় নিয়েছে। সেই খবর পেয়ে তল্লাশি অভিযানে যান সেনা এবং পুলিশের যৌথবাহিনী।

গত সোমবার সকাল সাতটা নাগাদ কাশ্মীরের আখনুরে সেনার একটি গাড়ি ও অ্যাম্বুল্যান্সে হামলা চালিয়েছিল জঙ্গিরা। এরপরই নিকটবর্তী জঙ্গলে প্রবেশ করেছিল। ওই দিনই সেনাবাহিনীর গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়।পরের দিন আরও দুই জঙ্গিকে খতম করে নিরাপত্তার বাহিনী। জানা গিয়েছে, জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠী এই হামলার পিছনে রয়েছে।